৩ মাসেই প্রশংসায় ভাসছেন ডোমার থানার ওসি মোঃ আরিফুল ইসলাম

নিউজ ডেস্ক | সংবাদ ৫২ .কম
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৫
ক্যাটাগরি : সর্বশেষ সংবাদ
পোস্টটি শেয়ার করুন
Sangbad52

৩ মাসেই প্রশংসায় ভাসছেন ডোমার থানার ওসি মোঃ আরিফুল ইসলাম

 

মো:জসিনুর রহমান জলঢাকা (নীলফামারী)প্রতিনিধি:

 

যোগদানের ৩ মাসের মধ্যেই প্রশংসিত হয়েছেন অফিসার ইনচার্জ (ওসি)জনাব মো: আরিফুল ইসলাম।  

তিনি ডোমার থানায় যোগদানের পরপরই শত বছরের প্রথা ভেঙ্গে ডেমার থানায় প্রশংসিত হন ওসি মোঃ আরিফুল ইসলাম।  

মূলত বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের আসামি গ্রেফতার করে ডোমার থানা থেকে বৈষম্য দূর করতে একমাত্র ওসি হলেন মোঃ আরিফুল ইসলাম ।  

এ ঘটনার পর থেকেই ওসি মো:আরিফুল ইসলাম জনগনের প্রশংসায় পঞ্চমুখ।

তিনি ডোমার থানায় যোগদানের পর থেকেই সাধারণ জনগণের সেবা কিভাবে নিশ্চিত করা যায় এ ব্যাপারে ও উদ্যোগ গ্রহণ করেছেন।  

ওসি আরিফুল ইসলাম যে কোনো ধরনের অপরাধী মূলক ব্যক্তিকে গ্রেপ্তার করতে কোনরকম আপস করেন না।  

পুলিশ এবং জনগণের মাঝে দূরত্ব ঘোচাতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন।  

থানার ওসির রুমে ঢুকতে যে অনুমতি নিতে হয় সেই প্রথার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছেন ওসি মোঃ আরিফুল ইসলাম ।  

তার রুমের দরজায় বড় বড় অক্ষরে লেখা রয়েছে 

'একজন গণকর্মচারীর অফিস' যে কোনো প্রয়োজনে এই অফিসে ঢুকতে কোন অনুমতির প্রয়োজন নেই। 

সরাসরি রুমে ঢুকুন। 

আরো লেখা রয়েছে ওসিকে স্যার বলার দরকার নেই অনুরোধে ওসি ডোমার থানা,

ডোমার নীলফামারী।

ওসির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ডোমারবাসী এ ধরনের কর্মকাণ্ড পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবে পুলিশ এবং জনগনের মধ্যে সুসম্পর্ক তৈরি করবে। 

থানায় সেবা নিতে আসা জনগণের যাতে কোন ধরনের ভোগান্তি না হয় সে ব্যাপারে তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন। 

এবং তিনি বিভিন্নভাবে তোমার বাসির সেবা চালিয়ে যাচ্ছেন। 

ওসি নিজেই জনগণের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধান করে দেন। এবং ডোমার থানায় কোন ধরনের চুরি ডাকাতি না হয় যে ব্যাপারে তিনি নিজে সজাগ থেকে সঙ্গীয় ফোর্স নিয়ে টহল দেয়।

তাছাড়াও ডোমার থানার ওসি মো: আরিফুল ইসলাম নিয়েই ওয়ারেন তামিল, মাদকউদ্ধার,ও সচেতনতার বিষয় উঠান বৈঠকসহ পুলিশের বিভিন্ন ধরনের কার্যক্রম চালান।

ডোমার থানায় সেবা নিতে আসা এক ব্যক্তি দৈনিক ঢাকা বুলেটিন ও দি ইন্ডিপেন্ডেন্ট বাংলা কে বলেন যে,আমি গত কয়েক বছর আগে আমার পারিবারিক সমস্যা নিয়ে থানায় এসেছিলাম। 

তখন আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম মানুষ যেন কখনো থানায় না আসে। 

কিন্তু এবার থানায় এসে যা দেখলাম, 

তাতে আমি রীতিমতো হতবাক। 

ওসি আরিফুল ইসলাম ডোমার বাসিকে যে ধরনের সেবা দিয়ে যাচ্ছে এধরনের সেবা যদি সারা বাংলাদেশে দেওয়া যেত 

তাহলে পুলিশ আর জনগণের মধ্যে কোন দ্বন্দ্ব থাকত না। 

ডোমার থানার ওসি মো: আরিফুল ইসলাম বলেন,

আমি মূলত গণপ্রজাতন্ত্রের একজন কর্মচারী। জনগনকে সেবা দেওয়াই আমার কাজ আর আমি যা করছি তা আমার উপর অর্পিত দায়িত্ব থেকেই করছি। 

আমি চাই আমার থানায় এসে যেন কোনো মানুষ কষ্ট না পায়, জনগণের সেবা দেওয়াই আমার মূল লক্ষ্য পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্কও সেতু বন্ধন চেষ্টা চালিয়ে যাচ্ছি।


Comments



আহত ছাত্রলীগ কর্মীর…

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

সিরাজদিখানে মুক্তিযোদ্ধার…

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে…

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

ফারিয়ার একাধিক চমক

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

চট্টগ্রাম মেডিক্যাল…

রবিবার, ০৭ জুন, ২০২০

গরিব পরিবারের ছেলে থেকে…

রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

শ্রীনগর উপজেলার শেখ…

শনিবার, ২২ জুলাই, ২০২৩

দৈনিক আলোকিত সকাল সফলতার…

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

জি মিউজিকের গানে আফরোজা…

শনিবার, ২৫ মার্চ, ২০২৩

'ভুল ভুলাইয়া টু'তে অভিনয়…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

গজেরিয়ার বাউসিয়ায়…

বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

শ্রীনগরে ভ্রাম্যমাণ…

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

এনআরসি নিয়ে উদ্বিগ্ন…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

হযরত শেখ আহাম্মেদ আবুল…

রবিবার, ০৭ মার্চ, ২০২১

লৌহজংয়ে আ.লীগের বর্ধিত…

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

পদ্মায় ঘুরতে এসে প্রাণ…

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

এবারের হজ্ব সীমিত আকারে…

মঙ্গলবার, ০৯ জুন, ২০২০

লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীর…

শুক্রবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৯

চান্দের চরে রাস্তার…

বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯

লৌহজংয়ে আওয়ামীলীগের…

শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

জরিপ

বাংলাদেশের জনগণ কখনো ভুল ভোট দেয় না, তাই এসব নিয়ে যুক্তরাজ্যের দুশ্চিন্তার কোনো কারণ নেই।—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?

মন্তব্য নেই
না
হ্যাঁ

নামাজের সময়সূচি

২০ এপ্রিল, ২০২৫
ফজর৫:২০
জোহর১২:১২
আসর৪:৪৩
মাগরিব৫:৪৯
ইশা৭:০১
সূর্যাস্ত : ৫:৪৯সূর্যোদয়: ৬:৩৭