গজারিয়ায় মেঘনা নদীতে স্পিডবোট সংঘর্ষে, নিহত ৩, নিখোঁজ ১
মূকবুল হোসেন,
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গুয়াগাছিয়া
কালিপুরা এলাকায় স্পিডবোর্ডের সংঘর্ষের ঘটনায় নিহত ৩ , নিখোজ ১ ও আহত একাধিক ব্যক্তি হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার ১০ জানুয়ারি সাড়ে ৯ টায় মেঘনা নদীর কালিপুরা ঘাটের অদুরে এ ঘটনা ঘটে। নৌ পুলিশ ইনচার্জ মাহবুব আলম জানান সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাতব্যাপী উদ্ধার কার্যক্রম চলমান ছিল। ১১ জানুয়ারি শনিবার সকাল ১০ টা পর্যন্ত নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো একজন। স্থানীয় সূত্রে জানা যায় রাত দশটায় গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স আহতদের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওদুদ, ও বাবুল দুজনকে মৃত্যু ঘোষণা করেন। আহত অপর একজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। সকালে উদ্ধার হওয়া নিহতসহ
৩জন হলো ওদুদ (৩৫) গুয়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের মামুন বেপারির ছেলে। বাবুল ও মাহামুদ ।আহত ব্যাক্তি বাক প্রতিবন্ধী হওয়ায় তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নাই।
স্থানীয় প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান আনুমানিক ৯ ঘটিকার সময় একটি বিকট শব্দ হয়।, পরে জানা যায় দুটি স্পিডবোট সংঘর্ষের ঘটনায় তিন জনকে হাসপাতালে নিয়ে গেলেও আরও তিনজন নিখোঁজ থাকায় নিজ উদ্যোগে উদ্ধার অভিযানে একজনকে নিহত অবস্থায় উদ্ধার করা হয়। একাধিক আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদ জানান রাতে খবর পেয়ে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থানা পুলিশ পাঠানো হয়। আহত ১জন কে ঢাকা পাঠানো হয় এবং সকাল পর্যন্ত নিহত তিনজনের সংবাদ পাওয়া গেছে।