গজারিয়ার বাউশিয়ায় সোহরাব হোসেন প্রধান ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি প্রদান ও শীত বস্ত্র বিতরণ
মুকবুল হোসেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামে আমেরিকা প্রবাসী সোহরাব হোসেন প্রধান ফাউন্ডেশন এর পক্ষ থেকে শীতাথদের মাঝে শীত বস্ত্র বিতরণ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিপ্রদান ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শনিবার ১১ জানুয়ারি সকাল ১০ ঘটিকার সময় ৫৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান এবাদুল্লাহ হক এর সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সোহরাব হোসেনের আপন ছোট ভাই সোহেল প্রধান। উপস্থিত ছিলেন মিছির আলি সরকার, আলমগীর সরকার, মান্নান পাঠান, খলিলুর রহমান, হারুন প্রধান প্রমুখ। সোহরাব হোসেন প্রধান এর সহপাঠী বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল্লাহ হক, মো হানিফ মাস্টার, জাহাঙ্গীর আলম,শামীম খান ও সাহাব উদ্দিন। যুবসমাজ ও এলাকাবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাহা আলম,সাদ্দাম, পারভেজ ও সৌরভ।
সোহরাব হোসেনের ছোট ভাই সোহেল প্রধান জানান ফাউন্ডেশন এর শুরু থেকেই শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান ও আর্থিক সহায়তা দেয়া এলাকাবাসীর মধ্যেই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি চলছে। এই কর্মসূচির মধ্যে ভবিষ্যতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ব্যক্তি প্রদানও আর্থিক সহায়তা দেয়া হবে। পর্যায় ক্রমে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা ও জেলা পর্যায়ে মানবিক কাজে পাশে থাকবে।