চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ: পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয়ে অন্যর সম্পত্তি দখলে ছগির ভূঞা

নিউজ ডেস্ক | সংবাদ ৫২ .কম
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২৫
ক্যাটাগরি : সর্বশেষ সংবাদ
পোস্টটি শেয়ার করুন
Sangbad52

চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ:

পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয়ে অন্যর সম্পত্তি দখলে ছগির ভূঞা

--------------------------------------------------

নিজস্ব প্রতিবেদক:১২ জানুয়ারি 

 

নগরীর হালিশহর থানা এলাকায় পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয়ে অন্যর সম্পত্তি জোর পূর্বক দখল নিয়েছেন মর্মে

মোঃ ছগির আহমদ ভূঞা নামে এক বি- বাড়িয়ার বাসিন্দা (ভাড়াটিয়া)এর বিরুদ্ধে অভিযোগ করে চট্টগ্রাম প্রেসক্লাবে ১২ জানুয়ারি, রোববার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ ইকবাল হোসেন ও তার পরিবারের সদস্যরা।

লিখিত বক্তব্যে ইকবাল হোসেন আরো অভিযোগ করেন যে, হালিশহর থানার মৌজায় তফশিল ভুক্ত জায়গায় জৈনক উক্ত ছগির আহমদ একজন ভাড়াটে দোকানদার ছিল।  

বাদী ইকবালের ভাইয়ের সাথে চুক্তিবদ্ধ ভাড়াটে দোকানদার হিসেবে ২০১২ সাল থেকে ছগির ভূঞা নামে উক্ত দোকান ঘর ভাড়া নিয়ে অবস্থান করে।  

এরপরে তফশিল ভুক্ত জায়গা পরিবারের সদস্যদের মধ্যে আপোষ নামা অংশমূলে বিগত ২৪/০৮/২০২৪ ইং সালে দোকান ঘর আদালতের নির্দেশনা অনুযায়ী ২৫/০৮/২৪ ইং তারিখে দখল বুঝিয়ে দেয়।

এই থেকে ছগির ভূঞা তার ভাই পরিচয় (ডেপুটি পুলিশ কর্মকর্তা) হোসাইন মোঃ কবির ভূঁইয়া ‌কে অনৈতিক ও‌ ক্ষমতার দাপটে একের পর এক হয়রানি মিথ্যা মামলা, জিডি - অভিযোগ দিয়ে চরম ভাবে হয়রানি করছে।

উল্লেখ্য যে,ছগির ভূঞার নামে বিগত বছরে চোরাই গ্যাস সংযোগে মামলা ও জুয়ার আসর এবং মাদক বিক্রেতা হিসেবে বিভিন্ন থানায় মামলা দায়ের, অভিযোগ রয়েছে বলে জানান বাদী ইকবালের স্বীকার উক্তি।  

তিনি আরো অভিযোগ করেন যে, শুধু মাত্র বড় ভাই পুলিশ প্রশাসনের লোক হওয়ায় ভাড়াটে দোকানদার ছগির ভূঞা নানা কৌশলে উক্ত সম্পত্তি জোর পূর্বক দখল করতে মরিয়া হয়ে উঠেছে।

অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে চলতি বছরের ০২ জানুয়ারি মাসে সিএমপি পুলিশ কমিশনার ও ঢাকায় পুলিশ হেডকোয়ার্টারে লিখিত অভিযোগ দায়ের করেন বলে ভুক্তভোগী মোঃ ইকবাল হোসেনের পরিবারের সদস্যরা জানিয়েছেন। তারা আরো জানায়,ছগির ভূঞা কে‌ দোকান ঘর সংলগ্ন জায়গা বুঝিয়ে না দিলে গ্রেপ্তারের হুমকি সহ বাড়িতে এসে দরজা জানালা ভেঙ্গে নির্যাতন করে তুলে নিয়ে যাওয়ার কঠোর হুঁশিয়ারি দেন পোষাক পরিধান করা পুলিশ টিম।‌

এই বিষয়ে অবগত করে বিঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে গত ০৫/০১/২০২৫ ইং তারিখে সি আর মামলা দায়ের করেন। এছাড়া এর পূর্বে উক্ত বিষয়ে হালিশহর ও পাহাড়তলী থানায় লিখিত অভিযোগ/ ‌জিডি দায়ের করা হলেও পুলিশ কর্মকর্তা হোসাইন মোঃ কবির ভূঁইয়ার ছাপে তা সুরাহা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে বড়বোন নূর নাহার বেগম, সৈয়দআরা বেগম, খুরশিদা বেগম এবং জাহেদা বেগম।

তারা সবাই উক্ত সম্পত্তি ফিরে পেতেও পরিবারের আশু নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।


Comments



আহত ছাত্রলীগ কর্মীর…

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

সিরাজদিখানে মুক্তিযোদ্ধার…

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে…

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

ফারিয়ার একাধিক চমক

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

চট্টগ্রাম মেডিক্যাল…

রবিবার, ০৭ জুন, ২০২০

গরিব পরিবারের ছেলে থেকে…

রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

শ্রীনগর উপজেলার শেখ…

শনিবার, ২২ জুলাই, ২০২৩

দৈনিক আলোকিত সকাল সফলতার…

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

জি মিউজিকের গানে আফরোজা…

শনিবার, ২৫ মার্চ, ২০২৩

'ভুল ভুলাইয়া টু'তে অভিনয়…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

গজেরিয়ার বাউসিয়ায়…

বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

শ্রীনগরে ভ্রাম্যমাণ…

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

এনআরসি নিয়ে উদ্বিগ্ন…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

হযরত শেখ আহাম্মেদ আবুল…

রবিবার, ০৭ মার্চ, ২০২১

লৌহজংয়ে আ.লীগের বর্ধিত…

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

পদ্মায় ঘুরতে এসে প্রাণ…

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

এবারের হজ্ব সীমিত আকারে…

মঙ্গলবার, ০৯ জুন, ২০২০

লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীর…

শুক্রবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৯

চান্দের চরে রাস্তার…

বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯

লৌহজংয়ে আওয়ামীলীগের…

শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

জরিপ

বাংলাদেশের জনগণ কখনো ভুল ভোট দেয় না, তাই এসব নিয়ে যুক্তরাজ্যের দুশ্চিন্তার কোনো কারণ নেই।—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?

মন্তব্য নেই
না
হ্যাঁ

নামাজের সময়সূচি

২০ এপ্রিল, ২০২৫
ফজর৫:২০
জোহর১২:১২
আসর৪:৪৩
মাগরিব৫:৪৯
ইশা৭:০১
সূর্যাস্ত : ৫:৪৯সূর্যোদয়: ৬:৩৭