মুন্সীগঞ্জে মোটরসাইকেল-অটোরিক্সা দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ১
তুষার আহাম্মেদ - মুন্সীগঞ্জ সিরাজদিখানে ব্যাটারিচালিত অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষে মোঃ এনামূল হক (১৯) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী। মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসা ব্রিজের ঢালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ এনামূল হক উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের কৃষক মিন্টুর ছেলে। সে সিরাজদিখান সরকারী কুঞ্জ বিহারী ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ব্যাবসায়ী বিভাগের ছাত্র। গুরুতর আহত মোঃ বিল্লালকে (১৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনাহলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ ও নিহতের সহপাঠী রিফাত হাওলাদার জানান, এনামূলহক সহ দুই বন্ধু একই মোটরসাইকেলে ইছাপুরা যাচ্ছিল। ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসার ব্রিজের পর এক গাড়ির গ্রেজের সামনে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি ভ্যান গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে ২ আরোহী সড়কের উপর ছিটকে পড়ে। দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে এনামূল হক মারা যান। আহত বিল্লালের অবস্থাও আশঙ্কাজনক।
তবে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড মুশফিকুর রহমান রাজীব জানান, স্থানীয়রা চারজন রোগী নিয়ে আসে। একজন এখানে আসার আগেই মারা যায় বাকি আহত তিনজনকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানারঅফিসার্স ইনচার্জ ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে।