নিঃসঙ্গ পথিক
আবু জাহেদ খন্দকার
শূন্য খালি পায়ে দুমুঠো ভাত খেয়ে,
চলেছি দূর দিগন্তে পথের শেষে।
চলতে চলতে পথ খুঁজে ফিরে,
চলেছি নতুন সীমান্তে বসত ভিড়ে।
একা একা নির্জনে ভাবি নিরালায়,
ক্লান্ত পথিকের বেশে চলি অবেলায়।
দুই কূলে দেখি নাই কোনো নীড়,
যেথায় রাতি নামে সেথায় হই ধীর ।
গরীবের ঘরে প্রতিদিন জ্বলে নাতো চুলা,
গায়ে মিশে আছে যে মাটির ধুলা।
সুখ বলতে কোনো দিন বুঝিনি কারে কয়,
নিঃসঙ্গ পথিকের কপালে সুখ নাই শয়।
পেটে এক আকাশ ক্ষুধা নিয়ে চলে যায় দিন,
তবুও সুখি আমি নাই যে কোনো ঋণ।
বলতে পারিনা কাউকে মিটাবে কে তৃষনা,
সঙ্গের লাঠি বালুর বোঝা কাঁদে আর শয়না।