নিজস্ব প্রতিবেদনঃ
সময়টা ৪ জানুয়ারি, নিজের জন্মদিনকে কেন্দ্র করে ডিজিটাল প্লাটফর্ম ইউটিউবকে টার্গেট করে ২০২০ইং "পলক এন্টারটেইনমেন্ট" এর যাত্রা শুরু করি। প্রতিষ্ঠা কাল হতে সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক নাটক, শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিও নির্মানের পরিকল্পনা থাকলেও বৈশ্বিক মহামারি কোভিড-১৯ (করোনাভাইরাস) এর আক্রমণের কারণে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে বলে জানিয়েছেন পলক এন্টারটেইনমেন্ট এর প্রতিষ্ঠাতা ও সিইও শেখ ফরিদ পলক।
পরবর্তীতে কোভিড-১৯ এর প্রভাব কমে এলে আন্তর্জাতিক বাবা দিবস ২০২২ কে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির প্রথম প্রযোজিত শর্ট ফিল্ম "ভালোবাসার নাম বাবা" মুক্তি হয়। মুক্তির পর থেকেই দর্শক মহলে তুমুল আলোচনায় হয় এবং নানা ধরনের অনুপ্রেরণামূলক প্রতিক্রিয়া আসে।
শেখ ফরিদ পলক জানায়, "ভালোবাসার নাম বাবা" শর্ট ফিল্মটি প্রত্যেকটি বাবার প্রতি সন্তানদের যে দ্বিতীয় ও শ্রদ্ধাবোধ থাকার প্রয়োজন সেটিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। শর্ট ফিল্মটি দর্শক মহলে মুক্তির পরে এত ভালো পতিক্রিয়া এসেছে যা আমাদের চাহিদাকেও ছাড়িয়ে গিয়েছে এবং আমাদের আগামী কাজের দায়বদ্ধতাকে আরো বাড়িয়ে দিয়েছে। যার জন্য আমি সহ আমার পুরো টিম দর্শক এবং শর্ট ফিল্মটির গল্প লেখিকা শেখ শান্তা ইসলামের কাছে কৃতজ্ঞ।
উক্ত চ্যানেলের ব্যান্যারে "তুমি আজও আমার গল্পে" নামক শর্ট ফিল্মটির শুটিং কার্য সম্পূর্ণ হয়েছে এখন শুধু মুক্তির অপেক্ষায়। এছাড়াও আরো বেশ কিছু নাটক, শর্ট ফিল্ম এর কাজ পক্রিয়াধিন রয়েছে।