গজারিয়া নিম্ন ও অসহায় মানুষের মধ্যে কম্বল ও ঘর তৈরি টিন বিতরণ
মুকবুল হোসেন: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর কর্তৃক অর্থায়নে নিম্ন আয়ের দুস্থ অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র কম্বল ও আগুনে পুড়ে যাওয়া দোকানপাট ও বসত ঘর এবং ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কে নগদ টাকা ও টিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের নগদ অর্থ ও পুনর্বাসন সহযোগিতায় ঘর তৈরি করতে টিন এবং শীতার্ত মানুষদের কে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ৩ আসন, সংসদ সদস্য, এডভোকেট মৃনাল কান্তি দাস, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোঃ লিটন, ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান জিতু প্রমুখ। উপজেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম জানান ১১ পরিবারে ৯ ফুট দীর্ঘ টিন , ১৯ বানডেল এবং প্রতি বানডেলে ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান আগুনে পোড়া , দোকান ও বসত ঘর এবং ঘূর্ণিঝড়ে ভেঙ্গে যাওয়া বসত ঘর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কে এই প্রণোদনা দেয়া হয়েছে। প্রাণ ও দুর্যোগ অধিদপ্তর কর্তৃক অর্থায়নে একই সময়ে ১৫০ জন শীতার্ত লোকের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় ।