চট্টগ্রামে আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচে কর্ণফুলীর বড়উঠান ক্রীড়া সংস্থা জয়...
ক্রীড়া প্রতিবেদক:২রা জুলাই
চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত আমন্ত্রন মূলক আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বড়বউঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি ২-০ গোলে বেহালা সকার একাডেমি (কলকাতা)কে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।
বাফুফের টেকনিক্যাল কর্মকর্তা মাহবুবুল আলম পলো এর সার্বিক দিক নির্দেশনায় সফরকারী ভারতের বেহালা সকার একাডেমি (কলকাতা) ২রা জুলাই মঙ্গলবার বিকেলে বর্ষণ সিক্ত মাঠে কঠোর পরিশ্রম করে খেলতে হয়েছে অনুর্ধ্ব -১৬ খেলোয়াড়দের ।
প্রদর্শনী ফুটবল ম্যাচের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিডিএফ সভাপতি এসএম শহীদুল ইসলাম।
এসময় আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক চৌধুরী, উদ্ধোধক অতিথি ছিলেন বাফুফের টেকনিক্যাল কর্মকর্তা মাহবুবুল আলম পলো,সিডিএফ কোষাধ্যক্ষ দিদারুল আলম, যুগ্ম সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত, সাবেক জাতীয় ফুটবলার ও কোচ আবু ইউসুফ, চট্রগ্রাম বন্দর ফুটবল একাদশের কোচ মোঃ জালাল উদ্দিন ফারুক, টিম ম্যানেজার ও পরিচালক মোঃ সুলতান মাহমুদ খান শাহীন,বড় উঠান ক্রীড়া সংস্থার উপদেষ্টা সাজ্জাদ খান মিঠু, শহিদুল্লাহ চৌধুরী,সিজেকেএস কাউন্সিলর আলী আহসান রাজু, সিডিএফ যুগ্ম সম্পাদক মোঃ সালাউদ্দিন জাহেদ, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুঃ রাশেদুল ইসলাম রাশেদ, মোশাররফ হোসেন লিটন, হোসেন বাবলা,বড় উঠান ক্রীড়া সংস্থার সভাপতি সাঈদ খান আরজু, সাধারণ সম্পাদক মোঃ বাহার হোসেন, সাবেক ছাত্রনেতা আবু বকর, সাবেক ফুটবলার লুৎফর রহমান বাবর, মহসিন সাজু বেহালা সকার একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার দেবাশীষ মন্ডল,হেড কোচ আবদুল হান্নান।
খেলা পরিচালনা করেন চট্টগ্রাম ফুটবল রেফারী সমিতির জি এম চৌধুরী নয়ন, সহকারী নাছির উদ্দিন ও আঃ খালেক।
নির্ধারিত সময়ের ৬০ মিনিটের খেলা শেষে উপস্থিত অতিথিরা বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।