তানোরে ০৬ শতাংশ জায়গা কিনে এক বিঘা দখল করে মার্কেট নির্মাণ  

নিউজ ডেস্ক | সংবাদ ৫২ .কম
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৩
ক্যাটাগরি : সর্বশেষ সংবাদ
পোস্টটি শেয়ার করুন
sangbad 52

তানোরে ০৬ শতাংশ জায়গা কিনে এক বিঘা দখল করে মার্কেট নির্মাণ  

 

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌর এলাকার কালীগঞ্জ হাটের ০৬ শতাংশ জায়গা কিনে প্রায় এক বিঘা জায়গা দখল করে বাড়ি ও মার্কেট নির্মাণ করেছেন সিদ্দিক মুহুরী ও তার ছেলে আলআমিন মুহুরী বলে অভিযোগ উঠেছে। আবার সেই বাড়ি মার্কেট নির্মাণের প্লান পৌরসভা থেকে পাশ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এতে করে তহসীল ও ভূমি অফিসের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন হাটের ব্যবসায়ী ও স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার কালীগঞ্জ হাটের মাঝ খানে দ্বিতলা পাকা বাড়ি নির্মান করেছেন সরনজাই কাচারিপাড়া গ্রামের মুহুরী দীর্ঘ দিনের কালীগঞ্জ হাটের তেল ব্যবসায়ী সিদ্দিক হোসেন ও তার ছেলে মুহুরী আল আমিন। তারা তহসীল অফিস ও পৌরসভাকে ম্যানেজ করে প্রথমে বাড়ি নির্মান। পরে ধীরে ধীরে বাড়ির চারপাশে মার্কেট নির্মাণ করেছেন। বাড়ির উত্তরে মুল গেট, ৭ টির মত, দক্ষিণ দিকে ১০ টির মত, পশ্চিম দিকে ৬ টির মত এবং পূর্ব দিকে ৬ টির মত, সব মিলে ৩০ টির মত পাকা দোকান ঘর তৈরি করেছেন।  

বেশকিছু ব্যবসায়ীরা জানান, বিগত তিন বছর আগে তৎকালীন সহকারী কমিশনার ভূমি স্বীকৃতি প্রামানিক ও সার্ভেয়ার পুলক কুমার এসব করতে সহযোগীতা করেছিলেন। অথচ ওই জায়গায় বিগত প্রয়াত এমরান মোল্লা ও প্রয়াত ফিরোজ সরকার এবং মিজান মেয়রের সময় কোন বাড়ি বা মার্কেট নির্মাণ করতে পারেনি। কিন্তু রহস্য জনক কারনে মেয়র ইমরুলের সময় ও ভূমি এবং তহসীল অফিসের নায়েব লুৎফর রহমানের একান্ত প্রচেষ্টায় সিদ্দিক কোটি টাকার জায়গা দখল করে এসব করেছেন। বাড়ি নির্মানের শুরুতে হাটের ব্যবসায়ীরা বাঁধা ও লিখিত অভিযোগ দিলেও কোন কাজ হয়নি। এখন আর কালিগঞ্জ হাট না, সিদ্দিক হাটে রুপান্তর হয়ে পড়েছে।  

হাটের ইজারাদার রনি বলেন, এসব বিষয়ে ভূমি অফিস ভালো বলতে পারবে। 

বাড়ি ও মার্কেট মালিক, সিদ্দিক মুহুরী বলেন, আমি জায়গা কিনার পর ভূমি অফিসের সার্ভেয়ার একাধিকবার মাপজোক করার পর পৌরসভা থেকে প্লান পাশ করে সবকিছু করা হয়েছে। 

তার ছেলে আলআমিন মুহুরী বলেন, যত খুশি খবর করেন কোন লাভ হবেনা বলে দাম্ভিকতা দেখান। 

তহসীল অফিসের নায়েব লুৎফর রহমান বলেন, সিদ্দিক প্রকৃত ভাবে জমির মালিকের কাছ থেকে ৬ শতাংশ জায়গা কিনেছেন। কিন্তু সে যেভাবে মার্কেট নির্মাণ করেছেন সেটা সঠিক হয়নি। আমি অসুস্থ। কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভূমি অফিসের সার্ভেয়ার আমানত আলী বলেন, বিষয়টি স্যারকে অবহিত করা হবে এবং স্যারের নির্দেশনা মোতাবেক কাজ করা হবে।

পৌর মেয়র ইমরুল হক বলেন, আমার জানা মতে যতটুকু জায়গা তার উপর প্লান দিতে পারে। তবে খোজ খবর নিয়ে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাতের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেন নি। 

উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন বলেন, জায়গা যদি ১ নম্বর খাস হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি পৌরসভার কিংবা ব্যক্তিমালিকানা হয় তাহলে পৌরসভাকে ব্যবস্থা নিতে হবে।তারপরও বিষযটি খতিয়ে দেখা হবে। 

 

 

সারোয়ার হোসেন 

 


Comments



আহত ছাত্রলীগ কর্মীর…

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

সিরাজদিখানে মুক্তিযোদ্ধার…

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে…

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

ফারিয়ার একাধিক চমক

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

চট্টগ্রাম মেডিক্যাল…

রবিবার, ০৭ জুন, ২০২০

গরিব পরিবারের ছেলে থেকে…

রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

শ্রীনগর উপজেলার শেখ…

শনিবার, ২২ জুলাই, ২০২৩

দৈনিক আলোকিত সকাল সফলতার…

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

জি মিউজিকের গানে আফরোজা…

শনিবার, ২৫ মার্চ, ২০২৩

'ভুল ভুলাইয়া টু'তে অভিনয়…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

গজেরিয়ার বাউসিয়ায়…

বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

শ্রীনগরে ভ্রাম্যমাণ…

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

এনআরসি নিয়ে উদ্বিগ্ন…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

হযরত শেখ আহাম্মেদ আবুল…

রবিবার, ০৭ মার্চ, ২০২১

লৌহজংয়ে আ.লীগের বর্ধিত…

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

পদ্মায় ঘুরতে এসে প্রাণ…

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

এবারের হজ্ব সীমিত আকারে…

মঙ্গলবার, ০৯ জুন, ২০২০

লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীর…

শুক্রবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৯

চান্দের চরে রাস্তার…

বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯

লৌহজংয়ে আওয়ামীলীগের…

শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

জরিপ

বাংলাদেশের জনগণ কখনো ভুল ভোট দেয় না, তাই এসব নিয়ে যুক্তরাজ্যের দুশ্চিন্তার কোনো কারণ নেই।—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?

মন্তব্য নেই
না
হ্যাঁ

নামাজের সময়সূচি

২০ এপ্রিল, ২০২৫
ফজর৫:২০
জোহর১২:১২
আসর৪:৪৩
মাগরিব৫:৪৯
ইশা৭:০১
সূর্যাস্ত : ৫:৪৯সূর্যোদয়: ৬:৩৭