র্যালির বদলে খাল-নর্দমা পরিষ্কার অভিযানে বিএনপি, ডিএমপির স্বাগত
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে নিজেদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পরিবর্তন এনেছে বিএনপি। পূর্বঘোষিত র্যালির পরিবর্তে দলটি স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিএনপির এই সৃজনশীল ও জনবান্ধব কর্মসূচি রাজনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে একটি অনুকরণীয় রীতি স্থাপন করবে। ডিএমপি মনে করে, ব্যস্ত সড়কে কর্মসূচি আয়োজনের পরিবর্তে এ ধরনের বিকল্প উদ্যোগ নগরবাসীর জন্য স্বাচ্ছন্দ্য বয়ে আনবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনদুর্ভোগ এড়িয়ে বিকল্প স্থানে গঠনমূলক কর্মসূচি পালনের জন্য বিএনপিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে ডিএমপি।
এর আগে, গত ২৩ আগস্ট রাজধানীতে ৩২টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রাজনৈতিক দলগুলোকে জনদুর্ভোগ এড়িয়ে বিকল্প কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছিলেন। বিএনপির এই সিদ্ধান্তকে সেই আহ্বানের প্রতিফলন হিসেবে দেখছে পুলিশ।
।