বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি বলেন, “সরাসরি সভাপতি হওয়ার সুযোগ নেই, তাই আগে পরিচালক হওয়ার চেষ্টা করবো। অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করবো। একটা সঠিক নির্বাচন করবো। এখানে সভাপতি নির্বাচন হয় না, পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করবো। ”
এ সময় তিনি আরও জানান, দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে কাজ চালিয়ে যেতে চান।
এর আগে বুলবুল বিসিবির নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছিলেন। তবে মত পরিবর্তন করে এবার ভোটযুদ্ধে নামার ঘোষণা দিলেন তিনি।
প্রসঙ্গত, অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে—গতকাল আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।