জামায়াতে ইসলামীর এক কোটি টাকার অনুদান জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে
ঢাকা: জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে এক কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, “জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল। মানুষের সেবায় অংশ নেওয়াকে আমরা দায়িত্ব মনে করি। ক্যান্সার আক্রান্তদের জন্য আমাদের এ অনুদান সেই ধারাবাহিকতা ও মানবিক দায়বদ্ধতারই অংশ। ”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির নেতৃবৃন্দ এবং জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চিকিৎসাসেবায় এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।