জাহাজী শ্রমিক ফেডারেশনের অফিস দখল : প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ, মানববন্ধন
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের অফিস দখলের অভিযোগ উঠেছে। এই অভিযোগ খাজা ইকবাল আহসান উল্লাহ'র বিরুদ্ধে। শ্রমিক ফেডারেশনের অফিসটি অবৈধ দখলদারিত্বে প্রতিবাদে শ্রমিকরা মানববন্ধন করেছেন। থানায় অভিযোগ দিয়েছে। কোন কার্যকর ব্যবস্থা না নেয়ায়
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং সরকার অনুমোদিত ঠিকাদারী প্রতিষ্ঠান সূচনা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. গোলাম কিবরিয়া মিয়াজী প্রধান উপদেষ্টার বরাবর
অবৈধ দখলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আবেদন করেছেন। অনুলিপি পাঠিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, ডিএমপির পুলিশ কমিশনার, ডিএমপি রমনাজোনের উপ-পুলিশ কমিশনার ও রমনা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া মিয়াজী অভিযোগপত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ করে বলেন, আমার ক্রয়কৃত ফ্ল্যাট ৮০/৫ ভিআইপি রোড, ৫ম তলা, কাকরাইল, রমনা, ঢাকা। বিবাদী খাজা ইকবাল আহসান উল্লাহ একই বিল্ডিংয়ের ৩য় তলায় ভাড়া ছিলেন। সুযোগ বুঝে সে ৫ম তলার আমার শ্রমিক সংগঠনের অফিস করার ফ্ল্যাটটি দখল করে রেখেছে। আমি বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং সরকার অনুমোদিত ঠিকাদারী প্রতিষ্ঠান সূচনা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী। আমার এই প্রতিষ্ঠানের কার্যক্রম চালানোর জন্য আমি অফিসটি ক্রয় করি। যার ঠিকানা ৮০/৫ ভি আই পি রোড, ৫ম তলা, ১৪৩০ বর্গফুট ৪/এ ফ্ল্যাট, কাকরাইল, রমনা মডেল থানা, ঢাকা। ফ্ল্যাটটি গত ১৭/০৩/২০২৫ ইং তারিখে তেজগাঁও সাব রেজিস্ট্রার অফিসে সাব-কবলা দলিল মুলে রেজিষ্ট্রি করা হয়। মূল মালিক বাবুল সরকারের মেয়ে অনামিকা সরকারের নিকট থেকে আমি ক্রয় করেছি। খাজা ইকবাল আহসান উল্লাহ ফ্ল্যাট ছেড়ে দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে তাল বাহানা করেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করছি। এ খাজা ইকবাল আমাদের শ্রমিক সংগঠনের অফিসটি তালাবদ্ধ রাখায় আমরা আমাদের সংগঠনের কার্যক্রম চালাতে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় আমার প্রতিষ্ঠানের ম্যানেজার আশফাক হোসেন মিন্টুসহ গণ্যমান্য লোকজন তাকে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার কথা তাকে বললেও তিনি পাত্তা দেন না। এরপর গত ২৬ এপ্রিল আমার প্রতিষ্ঠানের ম্যানেজার রমনা থানায় একটি লিখিত অভিযোগ করে। যার নং ১৬৪৪।
রমনা থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক তদন্ত ও পরিদর্শক অপারেশন আমাদের উভয় পক্ষকে তিনবার ডেকেছেন। খাজা ইকবাল আহসান উল্লাহ উপস্থিত হবেন বলেও, একবারও আসেননি। তিনি মৌখিকভাবে বলেছিলেন ফ্ল্যাট ছেড়ে দিবেন। কিন্তু সময়ক্ষেপন করে এখন তালাবদ্ধ করে রেখেছেন। আমার ক্রয়কৃত ফ্ল্যাটের কাগজপত্র সংযুক্ত করা হলো।
এদিকে, অবৈধভাবে দখল করে রাখার প্রতিবাদে গত ১ লা মে কাকরাইল ভি আই পি রোড এলাকায় দুপুর ১২ টার দিকে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এবং চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে নৌযান শ্রমিক ও কর্মচারীরা অবৈধ দখলের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে শ্রমিক নেতা গোলাম কিবরিয়া মিয়াজীর ক্রয়কৃত ফ্ল্যাটটি ফিরে পেতে ও অবৈধ দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
তারা আরো বলেন, আমাদের শ্রমিক সংগঠনের অফিসটি তালাবদ্ধ করে দখলে রাখায় আজকে আমরা মিটিং করতে পারছি না।