জানদী গ্রামের উচ্চশিক্ষিত গুণিজনদের সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার।
মোঃ আক্তারুজ্জামান।
ঘরে ঘরে বি এ পাস সুখে থাকবো বারোমাস এ স্লোগান কে সামনে রেখে জানদী গ্রামের উচ্চশিক্ষিত গুণিজনদের সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানদী গ্রামের উচ্চশিক্ষিত গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ খায়রুল বাশার, হামিরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াসউদ্দিন, ফরিদপুর পল্লী কবি জসিম উদ্দীন পরিষদের সভাপতি কবি আবু জাফর দিলু, ভাঙ্গা সহকারী জজ আদালতের আইনজীবি আব্দুল মান্নান, তুজারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দর রশিদ মিয়া, কাজী ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেজবাহ উদ্দীন খান, শিক্ষাই মোদের হাতিয়ার জান্দীর গ্রামের সভাপতি মোঃ রফিকুল আলম প্রমুখ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কাফকো এমএসসি সাবেক ম্যানেজার আলমগীর তালুকদার।
দ্বিতীয় পর্ব ঃ জানদী গ্রামের উচ্চশিক্ষিত গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুকুরহাটি ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আজম আলী খান, ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন, তুজারপুর শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শালসুল আলম, গঙ্গাধরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদেক আলী, ফরিদপুর এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ সাইফুল ইসলাম অহিদ, তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন শিক্ষাই মোদের হাতিয়ার সভাপতি কবি এডভোকেট নুরুল ইসলাম চৌধুরী। এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলো সুশীল সমাজের বিভিন্ন পেশা জীবির ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।