গজারিয়া উপজেলার বালুয়া কান্দি শিশু বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
মুকবুল হোসেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়ন বালুয়াকান্দি শিশু বিদ্যানিকেতন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের কর্তৃপক্ষের উদ্যোগে বিদ্যালয়ের সংলগ্ন খোলা মাঠে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা থেকে দিনব্যাপী চলে এই কর্মসূচি। ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে
উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ডা: আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ বশির উল্লাহ, উপস্থিত ছিলেন ব্রাইট মডেল স্কুল প্রধান শিক্ষক মো আক্কাস আলী মোল্লা, গ্রীন বাট কিন্ডারগার্ডেনের প্রধান শিক্ষক মোঃ দুলাল মিয়া,নিউ সানরাইজ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো কামরুজ্জামান রাসেল,, ইশরা মডেল স্কুল সভাপতি মোঃ শাহজাহান সরকার, অংকুর বিদ্যানিকেতনের পরিচালক, হাজী মোহাম্মদ মহসিন প্রমুখ।
।