শেরপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় সভা
উসমান ফারুক-শেরপুর জেলা প্রতিনিধি
নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি তার নির্বাচনী প্রচারণা চালানোর আগে প্রেসক্লাব, নালিতাবাড়ীতে এক মতবিনিময় সভার আয়োজন করেন। তিনি বলেন, মহান জাতীয় সংসদের ১৪৪ নং আসন শেরপুর- ২ নকলা নালিতাবাড়ীকে বৈষম্যহীন ও একটি কল্যাণকর সংসদীয় আসন হিসেবে গড়ে তুলতে চাই। এই আসনের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল।
তাই এই কৃষিখাতকে শিল্পে পরিনত করতে চাই। এখানের প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত গারো পাহাড়ে পর্যটন শিল্প বিকাশের অপার সম্ভাবনা রয়েছে। আমরা এই পর্যটন খাতকে শিল্প হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি সোমবার (১০শে ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাব, নালিতাবাড়ী মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সততা ও দেশপ্রেম নিয়ে দক্ষতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এজন্য সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমাকে এই আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আমি নির্বাচিত হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শে আমার এই নির্বাচনী এলাকা পরিচালিত করব। এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বেকারদের জন্য বেকারভাতা প্রদানের ব্যবস্থা করব।
এতে নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিনের সভাপতিতে বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, শুরা সদস্য ও সাবেক পৌর আমীর দীন মোহাম্মদ মাষ্টার, পৌর আমীর মোঃ হেলাল উদ্দিন এবং সেক্রেটারি আব্দুল মোমেন প্রমুখ। এসময় নালিতাবাড়ী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি দেশের স্বনামধন্য দীনি শিক্ষা প্রতিষ্ঠান তামীরুল মিল্লাত টংগী ক্যাম্পাসের ভিপি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শেরপুর জেলা জামায়াতের কর্ম পরিষদ, যুব, ক্রীড়া, প্রচার ও মিডিয়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
মতবিনিময় সভা শেষে এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করতে সকল সংবাদকর্মীর কাছে একটি করে ডায়েরি উপহার হিসাবে তুলেদেন।