রাজাপুরে প্রবাসী বাবার পুত্র নানা ও মায়ের নির্যাতনে গৃহ ছাড়া, শিশু সন্তান ও স্ত্রী নিয়ে ঘুরছে পথে পথে  

নিউজ ডেস্ক | সংবাদ ৫২ .কম
আপডেট : ২২ জানুয়ারী, ২০২৫
ক্যাটাগরি : সর্বশেষ সংবাদ
পোস্টটি শেয়ার করুন
Sangbad52

রাজাপুরে প্রবাসী বাবার পুত্র নানা ও মায়ের নির্যাতনে গৃহ ছাড়া, শিশু সন্তান ও স্ত্রী নিয়ে ঘুরছে পথে পথে 

 

ঝালকাঠি প্রতিনিধি:-

 

ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ মনোহরপুর গ্রামের দুবাই প্রবাসী নুরুজ্জামান সিকদার এর এক মাত্র পুত্র সন্তান মোঃ রাতুল ইসলাম তার দুই বছর বয়সী শিশু সন্তান ও এক সন্তানের জননী স্ত্রীকে নিয়ে আপন নানা কর্তৃপক্ষ বার বার অমানুষিক নির্যাতনের স্বীকার হয়ে পৈতৃক গৃহ ছেড়ে মানবিক জীবন যাপন করছে এবাড়ি সে বাড়ি, ঘুড়ছে এবাড়িতেও সেবাড়ি। এবিষয়ে রাতুল বাদী হয়ে ২০ জানুয়ারি ২০২৫ ইং তারিখ অভিযোগ করেছে রাজাপুর "ইউ এন ও'র বরাবরে"।  

অভিযোগে উল্লেখ রয়েছে যে, রাতুল পাচঁ বছর পূর্বে পরিবারের অভিভাবকদের সম্মতিক্রমে ও উপস্থিতিতে তাইবা আক্তারকে বিবাহ করে। বিবাহের কিছুদিন পর ১ নং বিবাদী নানা মুনসুর আলী হাওলাদার রাতুলের বাবা মা-কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে রাতুলের স্ত্রীকে তালাক দেওয়াইয়ে অনেক বড়ো পরিবারে বিবাহ করানোর প্রতিশ্রুতি দেন। এই প্রস্তাবে রাতুল রাজি না হওয়ায় তার নানা ও মা বিভিন্ন ভাবে রাতুলের স্ত্রী ও তার পরিবারের নিকট মোটা অংকের যৌতুক দাবি করেন। এতে রাতুলের অজান্তেই শশুরালা থেকে সুকেজ, বক্স খাট, ড্রেসিং টেবিল, বক্স আলনা ও কিছু স্বর্ণালংকার উপহার হিসেবে দিতে বাধ্য হন। কিন্তু এর পরেও ১ নং বিবাদীর প্ররোচনায় রাতুলের মা রাতুলকে বিদেশে পাঠানোর কৌশলে পুনরায় শশুর বাড়ি থেকে এক লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ সৃস্টি করেন। শশুর বাড়ির আর্থিক অসচ্ছলতার কারনে টাকা আনতে ব্যার্থ হলে রাতুলের স্ত্রীকে অপনিন্দা, শারীরিক মারধর, বাড়ি থেকে বের করে দেওয়া ও মধ্যযুগীয় ভাবে বিভিন্ন নির্যাতন করতে শুরু করেন তার মা ও নানা। এক পর্যায়ে ১৯ জানুয়ারি ২০২৫ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় রাতুলের দুই বছরের শিশু কন্যা ও স্ত্রী-কেসহ পিতার প্রবাসরত অবস্থায় এক কাপড়ে গৃহ থেকে টেনে হেঁচড়ে বের করে দেয় নানা মুনসুর আলী ও তার মা সুখি বেগম। পরে রাতুল তার বাবার গৃহে প্রবেশ করার চেষ্টা করলে ১নং বিবাদী মুনসুর আলী বেপরোয়া আচরণ করে কোন ভাবেই প্রবেশ করতে দেয়নি। বর্তমানে রাতুল তার বস্রবিহীন শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে এই প্রচন্ড শীতের মধ্যে শশুরালয়ে না গিয়ে এবাড়ি সেবাড়ি মানবেতর জীবনযাপন করছে। এবিষয়ে রাতুল জানায় আমি ইউ এন ও স্যারের অফিসে অভিযোগ দিয়েছি, দেখি স্যার কি করেন, আমি প্রয়োজনে রাস্তায় থাকব তারপরও স্ত্রী-সন্তান নিয়ে শশুর বাড়ি যাবোনা। ঘটনার ব্যাপারে জানার জন্য মুনসুর আলীর এই নাম্বারে ০১৭৮৭২৪০৬১৫ ফোন দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। রাতুলের মা সুখি বেগমের এই নাম্বারে ০১৭১৭৩৪১০৮৬ ফোন দিয়ে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করে বলেন আমার ছেলে ও ছেলের বৌ ভালোনা বলে ফোন কেটে দেন।


Comments



আহত ছাত্রলীগ কর্মীর…

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

সিরাজদিখানে মুক্তিযোদ্ধার…

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে…

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

ফারিয়ার একাধিক চমক

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

চট্টগ্রাম মেডিক্যাল…

রবিবার, ০৭ জুন, ২০২০

গরিব পরিবারের ছেলে থেকে…

রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

শ্রীনগর উপজেলার শেখ…

শনিবার, ২২ জুলাই, ২০২৩

দৈনিক আলোকিত সকাল সফলতার…

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

জি মিউজিকের গানে আফরোজা…

শনিবার, ২৫ মার্চ, ২০২৩

'ভুল ভুলাইয়া টু'তে অভিনয়…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

গজেরিয়ার বাউসিয়ায়…

বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

শ্রীনগরে ভ্রাম্যমাণ…

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

এনআরসি নিয়ে উদ্বিগ্ন…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

হযরত শেখ আহাম্মেদ আবুল…

রবিবার, ০৭ মার্চ, ২০২১

লৌহজংয়ে আ.লীগের বর্ধিত…

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

পদ্মায় ঘুরতে এসে প্রাণ…

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

এবারের হজ্ব সীমিত আকারে…

মঙ্গলবার, ০৯ জুন, ২০২০

লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীর…

শুক্রবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৯

চান্দের চরে রাস্তার…

বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯

লৌহজংয়ে আওয়ামীলীগের…

শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

জরিপ

বাংলাদেশের জনগণ কখনো ভুল ভোট দেয় না, তাই এসব নিয়ে যুক্তরাজ্যের দুশ্চিন্তার কোনো কারণ নেই।—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?

মন্তব্য নেই
না
হ্যাঁ

নামাজের সময়সূচি

২০ এপ্রিল, ২০২৫
ফজর৫:২০
জোহর১২:১২
আসর৪:৪৩
মাগরিব৫:৪৯
ইশা৭:০১
সূর্যাস্ত : ৫:৪৯সূর্যোদয়: ৬:৩৭