আনোয়ারায় তারুণ্যের উৎসবে ফ্রি মেডিকেল ক্যাম্পেই অনুষ্ঠিত
এম ইমরান বিন ইসলাম,
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় তারুণ্যের উৎসবে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্পে নানান পেশার মানুষের মাঝে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা প্রদান করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহতাব উদ্দিন চৌধুরী, স্বাস্থ্য পরিদর্শক কাজী নজরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক নুর বেগম, মো. মোস্তাফিজুর রহমান, তন্ময় চৌধুরী, শফিউল আলম, মুন্নী সিংহ, শাহনাজ আকতার, কামরুন নাহার।
অনুষ্ঠানের এক পর্যায়ে
ডা. মো. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, তারুণ্যের উৎসবে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
রিপোর্ট : এম ইমরান বিন ইসলাম, চট্টগ্রাম।
তাং: ২২/০১/২৫ইং,০১৮১৩০৭৫৮৪৬।