গজারিয়ার ভবেরচর নতুন বলাকী গ্রামের আম গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
মুকবুল হোসেন মুন্সীগঞ্জ এর গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়ন নতুন বলাকী গ্রামের চান মিয়ার বাড়ির সামনে আম গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীর ধারণা মঙ্গলবার ১৫ জানুয়ারি রাত ১০ টা থেকে ১১ ঘটিকার সময় আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তি নতুন বলাকি গ্রামের রুহুল আমীন এর মেয়ের জামাই মোঃ বিল্পব (৩৫)। সে ঢাকা বাড্ডা থানা বেড়াইত গ্রামের আক্তার হোসেনের ছেলে বিপ্লব। স্থানীয়
সূত্রে জানা যায় পারিবারিক অসান্তি কথা ভেবে বিল্পবের শ্বশুর বাড়ীর লোকজন তাকে চলে যেতে বলায় বিপ্লব মন খারাপ করে তার শ্বশুর বাড়ী থেকে চলে যায়।
১৫ জানুয়ারি মঙ্গলবার রাত ১১ঘটিকার সময়
পার্শ্ববর্তী নয়াকান্দি গ্রামের জনৈক টিটু নামে এক ব্যক্তি ভবেরচর বাজার থেকে বাড়ির দিকে যাওয়ার সময় নতুন বলাকী গ্রামের জনৈক চাঁন মিয়ার বাড়ির সামনে আম গাছে ঝুলে থাকা বিপ্লবের লাশ দেখতে পায়। পরে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজনে এগিয়ে এসে।
সংবাদ পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উপস্থিত স্থানীয় লোকজনদের সামনে মৃত বিপ্লবের লাশ আমগাছ থেকে নামিয়েছে। মৃত বিপ্লব প্রায় পাঁচ ছয় বছর পুর্বে গজারিয়া থানাধীন নতুন বলাকী সাকিনস্থ রুহুল আমীন এর মেয়ের রাবেয়া (২৭) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের সংসার জীবনে দুটি কন্যা সন্তান রয়েছে। মৃত বিপ্লব বিভিন্ন সময় মাদকদ্রব্য সেবন করে নেশা করতেন বলে স্থানীয়ভাবে জনশ্রুতি রয়েছে। ঘটনার দিন বিকেল অনুমান ৪০০ ঘটিকায় পার্শ্ববর্তী এক বাড়ি থেকে হাঁস চুরি করেছিলেন বলে জানা গেছে।
এছাড়া বিভিন্ন সময় অত্র এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে ধার করে টাকা চেয়ে নিয়ে মাদক সেবন করতেন বলে স্থানে এভাবে জনশ্রুতি রয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে মনের দুঃখে রাত ১০ টা থেকে ১১ ঘটিকার মধ্যে যেকোনো সময় আম গাছের ডালের সাথে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে । গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল আলম আজাদ জানান প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট দেখে বিস্তারিত বলা যাবে।