জারিয়ায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
মুকবুল হোসেন, গজারিয়া প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবু-নোমান সোহেলী, অর্থনীতি বিভাগের শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। আরও বক্তব্য দেন কলেজ ছাত্রদল সভাপতি হিমেল সরকার, শিক্ষার্থী রিয়া মনি সহ অন্যরা।
কলেজ কর্তৃপক্ষ জানায়, চলতি শিক্ষাবর্ষে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় মোট ২৪৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
মুকবুল হোসেন দেশ আমার টিভি