নবীন শিক্ষার্থীদের বরণ ও ফ্রি ব্লাড গ্রুপিং টেস্ট সরকারি হরগঙ্গা কলেজে

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫
নবীন শিক্ষার্থীদের বরণ ও ফ্রি ব্লাড গ্রুপিং টেস্ট সরকারি হরগঙ্গা কলেজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও ফ্রি ব্লাড গ্রুপিং টেস্ট সরকারি হরগঙ্গা কলেজে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে নবীনবরণ ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে দেওয়ার উদ্যোগ নেয় কলেজ শাখা ছাত্রদল।

রবিবার সকাল থেকে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। নবীনদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারে, সে লক্ষ্যে বিনামূল্যে ব্লাড গ্রুপিং টেস্টের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, শিক্ষা জীবনের নতুন অধ্যায় শুরু করা নবীনদের স্বাগত জানানো এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এতে ছাত্রদলের নেতারা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

নবীন শিক্ষার্থীরা আয়োজকদের এমন উদ্যোগকে অভিনব ও সময়োপযোগী বলে অভিহিত করেন। তারা বলেন, শিক্ষার্থীদের পাশে থেকে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকলে সবাই উপকৃত হবে।