২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক ও বাবরের খালাসের রায় বহাল

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক ও বাবরের খালাসের রায় বহাল

২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক ও বাবরের খালাসের রায় বহাল

ঢাকার বিশেষ জজ আদালত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির সিনিয়র নেতা তারেক রহমান ও তার সহযোগী বাবরের বিরুদ্ধে খালাসের রায় বহাল রেখেছে।

আদালতের রায়ে বলা হয়েছে, মামলার প্রমাণের ভিত্তিতে এই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাই তাদের বিরুদ্ধে আগে দেওয়া খালাসের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।

মামলায় ২০০৪ সালের আগস্টে জাতীয় সংসদে সংঘটিত গ্রেনেড হামলার ঘটনা নিয়ে তদন্ত ও অভিযোগপত্রের ভিত্তিতে দীর্ঘ বিচারকাল শেষ হয়েছে। আদালত উল্লেখ করেছে, রায়ের সঙ্গে কোনো ধরণের আপিল থাকলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তা করা যাবে।