গুপ্ত সংগঠন সাধারণ শিক্ষার্থীর বেশ ধরে হামলা করছে: ইবি ছাত্রদল

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৫
গুপ্ত সংগঠন সাধারণ শিক্ষার্থীর বেশ ধরে হামলা করছে: ইবি ছাত্রদল

গুপ্ত সংগঠন সাধারণ শিক্ষার্থীর বেশ ধরে হামলা করছে: ইবি ছাত্রদল


ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মসূচিতে হামলা করেছে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা৷ তারা সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরেছে। সাধারণ শিক্ষার্থীদের নামে ব্যানার ব্যবহার বন্ধ করতে হবে। সাধারণ শিক্ষার্থীরা মব ও বিশৃঙ্খলা করে না।

সোমবার (১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম ও কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীদের হামলা এবং রাবি ছাত্রদলের উপর গুপ্ত সংগঠনের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব বলেন তিনি।

বিক্ষোভ মিছিলে ‘নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গিকার, নিরাপদ ক্যাম্পাস; ছাত্রদল সজাগ থাকবে, ষড়যন্ত্র রুখে দিবে; শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না; সন্ত্রাসীদের ঠিকানা একসাথে চলে না; আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে; লুঙ্গির নীচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।  

সাহেদ আহম্মেদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের অধিকার আদায়ের দাবিতে, রাকসু নির্বাচনে তারা যেন ভোটার হতে পারে সেই দাবি আদায়ে ছাত্রদলের কর্মসূচিতে হামলা করেছে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা৷

এসময় তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, 'সাজিদ হত্যার খুনিরা যেন ক্যাম্পাসে ঘুরে বেড়াতে না পারে— যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপদে ক্যাম্পাসের চলাফেরা করতে পারে— পোশাক, চলাফেরা, হেজাব ও কে সাধারণ ড্রেস পড়বে তা ব্যক্তিগত বিষয়; এতে কারো হস্তক্ষেপ করা চলবে না। যেকেউ আবাসিক হলগুলো যেন দখল করা না হয়, তা নিশ্চিত করতে হবে। '

সমাবেশে  শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, ‘গতকাল চবি, কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলা এবং দাবিতে গুপ্তরা হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। যদি ইন্টেরিম গভর্মেন্ট সন্ত্রাসীদের বিচার না করে ছাত্রদল কঠোর আন্দোলন ঘোষণা করবে।’

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ উদ্দিন ও নুর উদ্দিন প্রমুখ।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া