মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ২২ জুলাই, ২০২৫
Sangbad52

মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

 

মাহিদুল ইসলাম ফরহাদ 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

 

 

গোলাম জাকারিয়া আহবায়ক, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একাডেমি প্রশিক্ষণ বিমানের মাইলস্টোন স্কুলের ভয়াবহ দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুল আরেফিনবুলু, সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি, আমিনুল ইসলাম, আহবায়ক, সদর থানা বিএনপি, ওবায়েদ পাঠান সদস্য, জেলা বিএনপি এবং এ এইচ এম এম জামাল বাচ্চু, সেক্রেটারি, পৌর বিএনপি চাঁপাইনবাবগঞ্জ।

 

মাহফিলে নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।