মুন্সীগঞ্জে ধারালো বটির আঘাতে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী গ্রেফতার

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৭ মে, ২০২৫
Sangbad52

মুন্সীগঞ্জে ধারালো বটির আঘাতে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

শুক্রবার ১৬ মে রাত আনুমানিক সাড়ে ৯টার সময় মুন্সীগঞ্জ থানাধীন আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি সাকিনস্থ বাবুল মোল্লার টিনের ঘরের সামনে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটির একপর্যায়ে স্বামী মো: সুজন মোল্লা (৪৩) তার স্ত্রী সেলিনা বেগম (৩৫)-কে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে।

ঘটনার সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ থানা পুলিশের একটি টিম অফিসার-ফোর্সসহ রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম সেলিনা বেগমের মৃতদহ পড়ে থাকতে দেখে ঘটনাস্থলে ভিকটিমের সুরতহাল প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

 

 পরবর্তীতে রাত আনুমানিক দেঢ়টার সময় দিঘীরপাড় তদন্তকেন্দ্রের পুলিশের সহযোগিতায় মুন্সীগঞ্জ সদর থানার বকুলতলা গ্রামের হোসেন মোল্লার ছেলে অভিযুক্ত মোঃ সুজন মোল্লা (৪৩) কে দিঘীরপাড় এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

 ধৃত আসামি সুজন মোল্লাকে জিজ্ঞাসাবাদে সত্যতা স্বীকার করে সে বলে পারিবারিক বিরোধের কারণে নিজে কীটনাশক পান করে এবং স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করেন। ডিসিস্ট সেলিনা বেগমের লাশ ময়না তদন্তের জন্য মর্গে এবং আসামি সুজন মোল্লা মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন আছে।

গ্রেফতারকৃত মোঃ সুজন মোল্লা (৪৩)-এর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় এজাহার দায়ের এবং নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল আলম।

তারিখ ১৭-০৫-২৫