নৌ পথের শীর্ষ সন্ত্রাসী রিপন ডাকাত ২ দিন রিমান্ডে 

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ০৬ মে, ২০২৫
Sangbad52

নৌ পথের শীর্ষ সন্ত্রাসী রিপন ডাকাত ২ দিন রিমান্ডে 

মুকবুল হোসেন, 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নৌপথের শীর্ষ সন্ত্রাসী নৌ পথের আতঙ্ক রিপন ডাকাত দুই দিনের রিমান্ডে গজারিয়া থানা হেফাজতে। রবিবার ভোররাতে ৪ মে, রাজধানী ঢাকা মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে রিপন ডাকাতকে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত রিপনকে মুন্সিগঞ্জ বিজ্ঞ আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। স্থানীয় সূত্রে জানা যায় গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন দক্ষিণ জামালপুর গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে ডাকাত রিপন। গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান বিগত ২২.১০ ২০২৪ গজারিয়া থানায় ইমামপুর ইউনিয়ন মল্লিকারচর গ্রামে আব্দুর রহমানের বাড়িতে উজ্জল খালাসী ওরফে বাবলা ডাকাত অবস্থান করে। একই সময়ে প্রতিপক্ষ রিপন, পিয়াস গং ডাকাত হামলা করে গুলি করে হত্যা করেছে খালাসী বাবলা ডাকাতকে। একই ঘটনায় আব্দুর রহিম সহ দুই জন আহত হয়। ওই হত্যা মামলায় ডাকাত রিপন সহ ১১ জন আসামি। রিপন ডাকাতের নামে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া সহ আশেপাশের একাধিক থানায় নানা ধরনের অপরাধমূলক মামলা চলমান আছে। মেঘনা নদীর কালিপুরা এলাকায় বৈধ বালু মহল ছিল। বালু মহলে আধিপত্য করার লক্ষ্যে উজ্জ্বল খালাসী ওরফে বাবলা ডাকাত নিয়ন্ত্রণ করতো। প্রতিপক্ষ আধিপত্য বিস্তার করার লক্ষ্যে নয়ন, পিয়াস,রিপন চক্র দিয়ে হত্যাকাণ্ড ঘটায়। তিনি আরো জানান দুইদিন রিমান্ডে শেষে আমরা প্রবর্তিত তথ্য জানাতে পারবো।