গজারিয়ায় বিএনপির র্্যালী যাত্রায় মহাসড়কে জনসমুদ্র
মুকবুল হোসেন,
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে র্্যালী যাত্রা, আলোচনা সভা কর্মসূচি পালন করেছে নেতাকর্মী বৃন্দ।
শনিবার সকাল ৮ ঘটিকার সময় গজারিয়া উপজেলা বিএনপি উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক র্্যালী যাত্রায় জনসমুদ্রে পরিণতি লাভ করে।
স্থানীয় সূত্রে জানা যায় সকাল ৮ ঘটিকা থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়ন থেকে মহাসড়কের ডাকামুখী এবং কুমিল্লা মুখী রাস্তায় শত শত নেতাকর্মীদের মিছিল সহকারে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় সমাগত হয় । বাস স্ট্যান্ড মোহাম্মদ আলী প্লাজা প্রাঙ্গনে সমাগত নেতাকর্মীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শীর্ষ নেতৃ বৃন্দ। র্্যালী যাত্রা বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ভবেরচর বাস স্ট্যান্ড থেকে শুরু করে কুমিল্লা মুখি রাস্তায় অগ্রসর হয়। কিছুদূর কুমিল্লা মুখী রাস্তায় অগ্রসর হয়ে র্্যালী যাত্রা পুনরায় ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, ইসহাক আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটি স্বেচ্ছাসেবক দল সাবেক সহ-সভাপতি ও ভিপি রফিকুল ইসলাম মাসুম,। উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি, ইদ্রিস মিয়াজী মোহন, মুন্সিগঞ্জ জেলা যুবদল সিনিয়র যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক মুন্না, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক নাজির শিকদার, উপজেলা কৃষক দল সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ। উপস্থিত অতিথি ও বক্তাদের মতামতে বিএনপি কেন্দ্রীয় কমিটি সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের দিকনির্দেশনায় মহান মে দিবস কর্মসূচি পালিত হয়।বাউশিয়া ইউনিয়ন থেকে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা মান্নান মিয়াজি এবং ইউপি চেয়ারম্যান এবাদুল হক ও যুবদল যুগ্ন আহ্বায়ক সোবহান প্রদানের নেতৃত্বে কর্মসূচিতে অংশগ্রহণ করা হয়। ভবেরচর ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাকর্মীর মধ্যে বিএনপি নেতা নুরুল আমিন সরকারের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের বৃহত্তর একটি দল কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। পর্যায় কর্মে বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে শ্রমিক দিবসের র্্যালী কর্মসূচি।