মুন্সিগঞ্জে নববর্ষের শোভাযাত্রায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত দুই

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫
Sangbad52

মুন্সিগঞ্জে নববর্ষের শোভাযাত্রায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত দুই

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি 

 

মুন্সিগঞ্জ সদরে জেলা বিএনপি আয়োজিত নববর্ষের শোভাযাত্রা শেষে কথা কাটাকাটির জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  

 

এ ঘটনায় আহত দুইজন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১২ টায়

শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

 

পরে শোভাযাত্রাটি সুপারমার্কেট এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হলে সেখানে তর্কে জড়ায় ১৫-২০ জনের দুই গ্রুপ। একপর্যায়ে সংঘর্ষ হয় তাদের মধ্যে। এসময় মারধরে আহত হন গোসাইবাগ এলাকার দুইজন।  

 

তারা হলেন, মো: শুভ (২৮) ও শীমন (২০)।  

 

সংঘর্ষ হলেও ঘটনাটি তুচ্ছ বলে দাবি করেছেন শোভাযাত্রার নেতৃত্বে থাকা জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার কথা জানিয়েছেন তিনি। 

 

এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর থানার ওসি সজীব দে।