সিরাজদিখানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫
Sangbad52

সিরাজদিখানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

 

 

মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে থেকে

ডিবি পুলিশ ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১শ' পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার বিকেলে সিরাজদিখান উপজেলার কালিনগর এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কালিনগর গ্রামের মোঃ সিরাজুল ইসলাম (৪৯) ও মোক্তার হোসেন (৫০)।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে 

এসআই মো. কামরুল হাসান, পিপিএম, জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম কালিনগর এলাকায় অভিযান চালায়। এ সময় সিরাজুল ইসলাম ও মোক্তার হোসেনকে ১শ' পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা হয়েছে।