ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ফকিরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫
Sangbad52

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ফকিরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

 

রুমান শেখ বাগেরহাট 

 

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে উপজেলা আমীর মাওলানা এবিএম তৈয়াবুর রহমানের সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

 

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্বরোড মোড় হয়ে কাঁঠালতলা মোড় হয়ে বাজার অতিক্রম করে উপজেলা পরিষদের সামনে থেকে আবার মডেল মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

মিছিলে স্বতঃস্ফূর্তভাবে শত শত জনতা বর্বর ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। মিছিল থেকে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধে উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়।

 

মিছিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, বাইতুল মাল সেক্রেটারি সরদার আব্দুর রব, মানবসম্পদ সেক্রেটারি অধ্যাপক ফরহাদ হোসেন, পিলজংগ ইউনিয়ন আমির হাফেজ নাজমুল ইসলাম, ফকিরহাট সদর ইউনিয়ন আমির মোঃ আব্দুল্লাহ শেখ, উপজেলা যুব বিভাগীয় সেক্রেটারি আজিজুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ আব্দুস সামাদ প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানগণ সহ জামায়াতে ইসলামীর নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।