ব্যাডমিন্টনে জাতীয় চ্যাম্পিয়ন প্রাচুর্যকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের অভিনন্দন স্মারক প্রদান

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ২১ মার্চ, ২০২৫
Sangbad52

মোঃ সাখাওয়াত হোসেন মানিক। ;৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলায় (একক) চ্যাম্পিয়ন 

হওয়ায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্যকে অভিনন্দন স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল।

 

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মাদ শামসুল আলম সরকার, অধিকার এর পরিচালক নাসিরউদ্দিন এলান।

মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাছিরউদ্দিন জুয়েলের সভাপতিত্বে ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি জিতু রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি।

 

উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ, সহ-সভাপতি মো গোলজার হোসেনসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।   

 

উল্লেখ্য, বছরের শুরুতে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ জেলা পর্যায়ে শুরু হয়। এতে ব্যাডমিন্টন খেলায় (একক) জেলা, বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় মুন্সীগঞ্জের কাজী কমরউদ্দিন ( কে কে) সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য।   

 

এতে জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়ে কাজী প্রাচুর্য। গত ২২ ফেব্রুয়ারী থেকে ৩ দিনব্যাপী চট্টগ্রামে পদ্মঅঞ্চল-জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে। ৪টি খেলায় অংশগ্রহণ করে ৩টি খেলায় জয়ী হয়ে পদ্মঅঞ্চল-জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য।