গজারিয়ার টেঙ্গারচর ইউনিয়নে নিজ জমিতে ভোগদখল চাওয়ায় অতর্কিত হামলা আহত ৪ 

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৭ মার্চ, ২০২৫
Sangbad52

গজারিয়ার টেঙ্গারচর ইউনিয়নে নিজ জমিতে ভোগদখল চাওয়ায় অতর্কিত হামলা আহত ৪ 

মুকবুল হোসেন, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা টেঙ্গারচর ইউনিয়ন রেকডিও নিজ জমিতে ভোগ দখল চাওয়ায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত হয়েছে ৪ জন। গত শনিবার ১৫ই মার্চ দুপুর ১২ ঘটিকার সময় টেঙ্গারচর গ্রামের বড় বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে।

 আহত ৪ জনের মধ্যে বড় ভাটেরচর গ্রামের বিল্লাল হোসেন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। জমি মালিক দাবিদার আহত বিল্লাল হোসেন জানান সিএস, এস এ, আর এস ও বি আর এস খতিয়ানে জমির মালিক আমার মা। একই দাগে আমার অন্যান্য খালাত ভাইয়েরাও মালিক রয়েছে। বিল্লাল হোসেন আরো জানান একাধিকবার সালিশে আমরাও আমার খালাতো ভাই বোনেরা একই ধাগে জমি পাওনা হয়েছি। আমাদের পাওনা জমিতে চাষ করতে যাওয়ায় প্রতিপক্ষ সোহরাব(৩০) সাইম( ২৮)রনি( ৩০)সোহাগ( ৩২) সহ ৫ থেকে ৭ জন অতর্কিত হামলা চালায়। হামলায় আমার ২ খালাতো ভাই আমি এবং আমার স্ত্রী আহত হয়েছি। বাকি ৩ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি যায়। আমার কানে ও শরীরের বিভিন্ন জায়গায় যখন থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন আছি।প্রতিপক্ষ ৬ থেকে ৭ জনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় অভিযোগ করা হয়েছে। গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান লিখিত অভিযোগ হয়েছে। সঠিক তদন্তের জন্য থানা পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

  ভ্রাম্যমান অভিযানে ৩টি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন দুটি চুনাকারখানা উচ্ছেদ।

মুকবুল হোসেন, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে ভ্রাম্যমান অভিযানে ৩ টি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ টি চুনাকারখানা উচ্ছেদ করা হয়েছে। রবিবার দুপুর একটা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মামুন শরীফ।

 ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন শরীফ জানান তিতাস গ্যাস উদ্যোগে অবৈধ কারখানা উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। ধারাবাহিক সূত্র ধরে আজকেও আনারপুরা এলাকার দুইটি অবৈধ চুনা কারখানা ভেঙ্গে দেয়া হয়েছে। বালুয়াকান্দি ইউনিয়ন নদীর সংলগ্ন নদী ভরাট অভিযোগে একটি জায়গায় ভ্রাম্যমান অভিযান চালিয়ে ভরাট কাজ বন্ধ করা হয়েছে। একই অভিযানের অংশ হিসাবে অপর আরেকটি অবৈধ কয়েল ফ্যাক্টরিতে অভিযান চলবে। বারবার অবৈধ চুনাকারখানাও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান অব্যাহত থাকবে।

 তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জোন মেঘনা শাখা, ম্যানেজার সুরজিৎ সাহা জানান তিতাস গ্যাস উদ্যোগে অবৈধ চুনাকারখানা ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করন অভিযান অব্যাহত আছে। অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে দ্বিতীয়বারের মতো আনারপুরা এলাকায় এক সাথে দুইটি চুনাকারখানা গুটিয়ে দেওয়া হয়েছে। অবৈধভাবে চুনা কারখানা স্থায়ীভাবে বন্ধ করার জন্য ভূমি মালিকদের কে আইনের আওতায় আনা হবে। উচ্ছেদ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান পাশাপাশি অব্যাহত থাকবে।