আক্কেলপুরে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা, গ্রাহকরা সেবা থেকে বঞ্চিত

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ০২ মার্চ, ২০২৫
Sangbad52

আক্কেলপুরে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা, গ্রাহকরা সেবা থেকে বঞ্চিত

মোঃ আল আমিন 

জয়পুরহাট প্রতিনিধি 

 

জয়পুরহাটের আক্কেলপুরে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে হামলা, মারপিট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় অনেক গ্রাহক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হয়েছেন। ক্ষতিগ্রস্তরা দ্রুত ইন্টারনেট সেবা চালুর দাবি জানিয়েছেন।

 

আজ শুক্রবার পাকুরদাড়িয়া গ্রামের মোড়ে এক সংবাদ সম্মেলনে ইন্টারনেট ব্যবসায়ী নুরনবী ইসলাম জানান, হামলার ঘটনায় তিনি ও তাঁর সহকর্মীরা আহত হয়েছেন। অথচ তাঁদের বিরুদ্ধেই উল্টো মামলা দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

 

সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। তাঁরা জানান, সংঘর্ষের পর থেকে ওই এলাকার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে, যা সাধারণ গ্রাহকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, “ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ভুক্তভোগীরা দ্রুত ইন্টারনেট সেবা পুনরায় চালুর দাবি জানিয়ে বলেন, সেবা বন্ধ থাকায় শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ বিপাকে পড়েছেন। তবে প্রশাসন বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।