আনোয়ারায় জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের স্বাগতে মিছিল ও সমাবেশ
এম ইমরান বিন ইসলাম,চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
দক্ষিণ চট্টগ্রামে পবিত্র মাহে রমজানের স্বাগতে মিছিল ও সমাবেশ করেছেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামী ও তার অঙ্গসংগঠন। মাহে রমজানকে সামনে রেখে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল সমাবেশ করেন দলটি। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতি ছিলেন।
মিছিলটি বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলা শাখার চাতুরী চৌমুহনীস্থ কার্যালয় থেকে শুরু করে কালা বিবির দিঘীর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান।
তিনি বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাজারে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে প্রশাসনকে সজাগ থাকতে হবে। দিনের বেলায় কোন ধরনের খাবার হোটেল ও রেস্টুরেন্ট খোলা থাকতে পারবে না। মাহে রমজান কে ঘিরে পুলিশ প্রশাসনকে নজর দারী বাড়াতে হবে। যাতে কোন ধরনের চিন্তায় চাঁদাবাজিতে কেউ সাহস করতে না পারে। রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করতে হবে। রমজানের মাসের শিক্ষা আমাদের মাঝে সারা বছর পালন করতে হবে।
রিপোর্ট : এম ইমরান বিন ইসলাম, আনোয়ারা, চট্টগ্রাম।
তাং:০১/০৩/২৫ইং,০১৩০২০৫৯৯৪০।