ঝালকাঠিতে আঃ রব চিশতির স্বরণে দুইদিনব্যাপী ওরশ মোবারক সম্পন্ন
আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির নবগ্রাম এলাকার উতচড়া গ্রামে মরহুম আবদুর রব চিশতি সুরেশ্বরীর স্বরণে ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং দুইদিনব্যাপী ওরশ মোবারক সম্পন্ন করা হয়েছে। আব্দুল কাদের চিশতির আয়োজনে দুইদিনব্যাপী সুরেশ্বরী ওরশ মোবারকে নবী রাসুলের শান ও দরুদসহ বিভিন্ন ধরনের ধর্মীয় সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী বাউল ছালমা ও রাজাপুরে বাউল শিল্পী আকবর দেওয়ান। অনুষ্ঠানে যন্ত্র সংগীতে সহযোগিতা করেন- হারমোনিয়ামে বাউল কালাম দেওয়া, বাঁশিতে গীতিকার সোহরাব বাউল, দোতালায় বাউল ফিরোজ দেওয়ান, ঢোলে রাজাপুরে দেওয়ান আসাদুজ্জামান ও মন্দিরায় (চাকরিতে) রাজাপুরে রিফাত দেওয়ান। উক্ত অনুষ্ঠানে স্থানীয় হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন।