মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন, সভাপতি লিংকন সচিব চৈতী 

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
Sangbad52

মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন, সভাপতি লিংকন সচিব চৈতী 

 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

 

মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে হামিদুল ইসলাম লিংকন সভাপতি এবং চৈতী দেবনাথ সচিব নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ে বিশেষ বোর্ড সভায় এ ফলাফল ঘোষণা করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক মোহাম্মদ শাহ আলম । এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে লাইজু আক্তার ও কোষাধ্যক্ষ পদে নাছির উদ্দীন নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে শুরু হয় এ বিশেষ বোর্ড সভা।

 

উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক তৌকির হোসাইন, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ইউসুফ আলী , এজিএম(এমএস) মোঃ আব্দুল বাছেত, ঢাকা বাপবিবোর্ড সহকারী পরিচালক কাকলি আক্তার, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ বোর্ড পরিচালক মোঃ সোয়েব হোসেন শামীম, মোহাম্মদ এমারত হোসেন, মোঃ আব্দুল কাদের, মোঃ সামছুল হক হাওলাদার, রোকসানা পারভীন ।