মিলাদ ও দোয়া দিয়ে উদ্বোধন হলো বীজ আলু সংরক্ষণ 

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
Sangbad52

মিলাদ ও দোয়া দিয়ে উদ্বোধন হলো বীজ আলু সংরক্ষণ 

 মেঘনা মাল্টিপারপাস হিমাগার লিমিটেড 

মুকবুল হোসেন, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় স্বনামধন্য মেঘনা মাল্টিপারপাস হিমাগার লিমিটেডে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৫ সালের মৌসুমী খাবার আলু ও বীজ আলু সংরক্ষণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার বিকাল ৩ ঘটিকার সময় হিমাগার প্রাঙ্গনে কর্তৃপক্ষের উদ্যোগে মেঘনা মাল্টিপারপাস হিমাগার লিমিটেডের ম্যানেজার মিলন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা বিশেষ দোয়া ও মিলাদ।

 হিমাগার কর্তৃপক্ষর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানেজার মিলন সরকার। বক্তব্যে তিনি আলু চাষী ও আলু বেপারীদের উদ্দেশ্যে বলেন হিমাগার মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলায় বস্তা প্রতি হিমাগার ফ্রি ধার্য করা হবে, আমরা গজারিয়ায় অবস্থিত দুইটি হিমাগার কর্তৃপক্ষ সামঞ্জস্য রেখে সেবা দিব । আলু চাষী ও আলু সংরক্ষণ বেপারীদের জন্য যথাযথ নিয়মে লোন দেয়াসহ অন্যান্য সুযোগ-সুবিধা সর্বাধিক গুরুত্ব দেয়া হবে । গজারিয়ার আলু চাষী ও আলু ব্যবসায়ীদের হয়রানি মুক্ত , সহজলভ্য সেবা প্রদানের লক্ষ্যে মালিক হিমাগার নির্মাণ করেছে। হিমাগারে আলু রাখা গজারিয়া এর সকল আলু ব্যবসায়ী ও চাষীদের নৈতিক দায়িত্ব বলে দাবি করেন। উপস্থিত শতশত আলু চাষী ও আলু ব্যবসায়ীদের পক্ষ থেকে হিমাগার কর্তৃপক্ষের নিকট লোন দেয়া দাবিসহ বস্তা প্রতি হিমাগার ফি সুনির্দিষ্ট নির্ধারণ করার দাবি রাখেন আলু চাষী ও আলু ব্যবসায়ী।

 উপস্থিত ছিলেন প্যাকেজ লিমিটেডের প্রোডাকশন ম্যানেজার আবু সোহেল রানা, আব্দুল আজিজ বেপারী, শাহ বুব বেপারী, হামিদ বেপারী, নজরুল ইসলাম সিকদার, মুক্তার হোসেন মেম্বার, আমির হোসেন বেপারী, করিম বেপারী,রিপন বেপারী, সেলিম বেপারী ও আনোয়ার হোসেন বেপারীসহ শতাধিক গণ্যমান্য কৃষক ও আলু ব্যবসায়ী।