নালিতাবাড়ীতে রূপালী লাইফ ইনসিওরেন্স লিঃ এ গ্রাহক মতবিনিময় সভা 

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ২০ ফেব্রুয়ারী, ২০২৫
Sangbad52

নালিতাবাড়ীতে রূপালী লাইফ ইনসিওরেন্স লিঃ এ গ্রাহক মতবিনিময় সভা 

 

উসমান ফারুক-নালিতাবাড়ী প্রতিনিধি

 

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় বৈশাখী বাজারে মেহেরুন্নেছা কিন্ডারগার্টেনে রুপালি লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ এর পক্ষ্য থেকে এক গ্রাহক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

এ সভার আয়োজন করেন ডেপুটি জেনারেল ম্যানেজার ফজলুল হক রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ।

গ্রাহক মতবিনিময় সভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কাসেম মাস্টার, রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক, এবং ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়া পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক বৈশাখী বাজার, ইউনিয়ন বিএনপির সহ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এমরান মিয়া, মেহেরুন্নেছা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন সহ সকল শিক্ষক বৃন্দ।

 

আরো উপস্থিত ছিলেন জিটিভি এর সাংবাদিক মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক প্রেসক্লাব-নালিতাবাড়ী, উসমান ফারুক ভোরের কন্ঠ,সদস্য-প্রেসক্লাব নালিতাবাড়ী।  

 

"শিশুদের শিক্ষাবীমা করুন, উচ্চ শিক্ষায় সুশিক্ষিত করুন" এই স্লোগান নিয়ে 

উপস্থিত সকলেই গ্রাহক মতবিনিময় সভায় বীমা কোম্পানির বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রধান করেন।

বক্তব্যে সর্ব সাধারণকে রূপালী লাইফ ইনশিওরেন্স কোম্পানি লিঃএ বীমা করতে আগ্রহী করা হয়।  

 

রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ এর আয়োজনে গ্রাহক মতবিনিময় সভায় বিভিন্ন এলাকার প্রায় আড়াইশ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সকলের মাঝে লিফটে এবং হালকা নাস্তা বিতরণ করা হয়।

রূপালী লাইফ ইনশিওরেন্স কোম্পানি লিঃ এ

গ্রাহক মতবিনিময় সভার সভাপতির সমাপনী বক্তৃতার মাধ্যমে গ্রাহক মতবিনিময় সভা শেষ করা হয়।