জলঢাকায় ছাত্রদলের বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ফরম বিতরন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
Sangbad52

জলঢাকায় ছাত্রদলের বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ফরম বিতরন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

 

জসিনুর রহমান জলঢাকা উপজেলা প্রতিনিধি:

 

নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়

বিএনপির বিগত দিনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ছাত্রদল জলঢাকার তৃণমূল ইউনিটে সাংগঠনিক তৎপরতা এবং যোগ্য নেতৃত্ব বাছাই কার্যক্রম চলছে।

 

শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে কলেজ ও মাদ্রাসা শাখাগুলোতে প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হচ্ছে। কলেজ গুলো হলো মীরগঞ্জ হাট ডিগ্রি কলেজ,আইডিয়াল ডিগ্রি কলেজ ও টেংগনমারী ডিগ্রি।

 জলঢাকা শহরের পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেয়।

 

সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন মমতাজুল ইসলাম মিঠু আহবায়ক ছাত্রদল জলঢাকা উপজেলা শাখা,প্রধান অতিথি মিঠুন কুমার দাস আদিত সহ সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, প্রধান বক্তা আব্দুল্লাহ আল মামুন যুগ্ন সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, বিশেষ অতিথি রুবেল আমিন,যুগ্ন সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মারুফ পারভেজ প্রিন্স সভাপতি নীলফামারী জেলার ছাত্রদল। মোজাম্মেল হক মোজাম সাধারণ সম্পাদক নীলফামারী জেলা,সঞ্চলনায় মুনতাসির বিল্লাহ শিমুল সদস্য সচিব ছাত্রদল জলঢাকা উপজেলা শাখা, এবং জলঢাকা উপজেলার সকল ছাত্রদলের কর্মীগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

এদিন জলঢাকা উপজেলার বিভিন্ন কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।