চাঁদখালি ইউনিয়নে কপোতাক্ষী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রতারক খায়রুলের বিরুদ্ধে মানববন্ধন ।

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
Sangbad52

চাঁদখালি ইউনিয়নে কপোতাক্ষী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রতারক খায়রুলের বিরুদ্ধে মানববন্ধন ।

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি!!

পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কথিত এডভোকেট টাউট ,দালাল, প্রতারক খায়রুলের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের কপোতাক্ষী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শাহাপাড়া ও হাচিমপুর সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।  

মুক্তিযোদ্ধা আব্দুল খালেক গাজীর সভাপতিত্বে ও আকবার গাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মনিরুল সরদার , তুহিন খান ,রজব আলী, সাদ্দাম সরদার ,হাশেম সরদার , মনিরা বেগম, সালেয়া বেগম, ফিরু বেগম, বেবি বেগম ,রহিমা বেগম, রানী খাতুন । এসময় বক্তারা বলেন কথিত এ্যাডভোকেট টাউট ,দালাল ,প্রতারক খায়রুল এ্যাডভোকেট লাইসেন্স না পেয়ে এ্যাডভোকেট পরিচায় দানকারী ,একাধিক জাল দলিল সৃষ্টিকারী, গ্রামের নিরীহ মানুষের মধ্যে মামলা- মোকদ্দমা সৃষ্টিকারী, দরিদ্র অশিক্ষিত মানুষের সাথে প্রতারণাকারী খায়রুলের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কার্যকারী পদক্ষেপ কামনা করেছেন অনেক ভুক্তভোগী ও সর্বস্তরের জনগণ ।