চট্টগ্রামের আনোয়ারায় M.C.C কোচিং এর ২০ বছর পূর্তি উপলক্ষ্যে নতুন ক্যাম্পাস চালু ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
Sangbad52

চট্টগ্রামের আনোয়ারায় M.C.C কোচিং এর ২০ বছর পূর্তি উপলক্ষ্যে নতুন ক্যাম্পাস চালু ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

 

 

এম ইমরান বিন ইসলাম,চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

 

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম কোচিং সেন্টার 

গত শনিবার ১৫ ফেব্রুয়ারি ২৫ইং সকাল ১০:০০ ঘটিকায় টানা ২০ বছর আনোয়ারায় মানে-গুণে সফলতার শীর্ষে অবস্থান করে M.C.C কোচিং সেন্টার। প্রায় দেড় যুগ পূর্তি উপলক্ষ্যে অত্র কোচিং আয়োজন করেন "উদ্বোধনী অনুষ্ঠান "। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কোচিং এর প্রতিষ্ঠাতা জনাব শেফায়েত হোসেন স্যার এবং সঞ্চালনায় ছিলেন অত্র কোচিং এর পরিচালক সানজিদা নাছরিন।

 

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 

জনাব এস.এম.জাহাঙ্গীর আলম( বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক, শিক্ষানুরাগী ও সত্ত্বাধিকারী-

 আনোয়ারা সিটি সেন্টার)

জনাব সোহরাব হোসেন ফাহিম(বিশিষ্ট ব্যবসায়ী,নির্বাহী পরিচালক -আনোয়ারা সিটি সেন্টার)

জনাব এস.এম.সাহেদুল ইসলাম(বিশিষ্ট ব্যবসায়ী)

জনাব সরওয়ার হোসেন মাসুদ (বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী)

জনাব মোজাম্মেল হক 

সভাপতি, আনোয়ারা প্রেসক্লাব, সহ অত্র কোচিং এর সকল শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।  

 

 

রিপোর্ট : এম ইমরান বিন ইসলাম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি ।  

তাং: ১৬/০২/২৫ইং,০১৩০২০৫৯৯৪০।