ছেলে সহ বিএনপির নেতা খোকনের জামিনে মুক্তি, লালপুরে আনন্দ মিছিল
এ জেড সুজন মাহমুদ,
লালপুর (নাটোর )প্রতিনিধি :
নাটোরের লালপুরে ছেলে সহ বিএনপির নেতার খোকন জামিনে মুক্তি পেয়ে স্থানীয় জনগন সহ বিএনপির নেতাকর্মীরা তাদেরকে ফুলের মালা দিয়ে আনন্দ মিছিল করেছেন।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের উপজেলার লালপুর মোড়ে এ আনন্দ উৎসব করেন।
খোকন খা (৫০)লালপুর সদর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালপুর কলোনি গ্রামের মৃত আনেজের ছেলে। তার দুই ছেলে ছাত্রদল কর্মী ফিরোজ (৩০) ও অনিক (২৪) সহ মিথ্যা মামলায় জামিন পেলেন।
এ বিষয়ে বিএনপির নেতা খোকন বলেন, আমাকে গ্রেপ্তার লালপুরের বিএনপির নেতা কর্মীরা যা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমাকে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে ফাসানো হয়েছে।
লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, বাংলাদেশ বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি মেনে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যথেষ্ট সহযোগিতা করে লালপুরের বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
।