মুন্সীগঞ্জে অবৈধভাবে কৃষকদের ফসলি জমির মাটি কাটায় বাঁধা দেয়ায় সেচ্ছা সেবকদলের নেতার উপর সন্ত্রাসী হামলা।

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
Sangbad52

মুন্সীগঞ্জে অবৈধভাবে কৃষকদের ফসলি জমির মাটি কাটায় বাঁধা দেয়ায় সেচ্ছা সেবকদলের নেতার উপর সন্ত্রাসী হামলা।

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

রাতের আঁধারে অবৈধভাবে কৃষকদের ফসলি জমির মাটি কাঁটায় বাঁধা দেয়ায়,মুন্সীগঞ্জের সিরাজদিখানে, জেলা সেচ্ছা সেবকদলের যুগ্ম সম্পাদক ও বিএনপি নেতা মো:মোস্তাফিজুর রহমান রিপনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

 

শনিবার দিবাগত রাত সাড়ে১১ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা আহত বিএনপি নেতাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে,অবস্থার অবনতি হওয়ায়, চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন।

 

পরে রাতেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়,দীর্ঘদিন যাবত উপজেলার লতব্দী ইউনিয়নে রামকৃষ্ণদী গ্রাম সহ বিভিন্ন গ্রামে অবৈধ ভাবে স্থানীয় কৃষকদের ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রি করে আসছে, লতব্দী ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি জহিরুল ইসলাম,স্থানীয় ইউপি সদস্য সামসুদ্দিন খাঁন খোকন ও যুবলীগ নেতা নাছির সহ এ চক্রের সদস্যরা।

 

স্থানীয়দের অনুরোধে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিষয়ে গতকাল শনিবার রাতে মাটি কাটার সাথে জড়িতদের বাঁধা দিলে,অর্তকিত ভাবে হামলার শিকার হন জেলা সেচ্ছা সেবকদলের যুগ্ম সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান রিপন।

 

বিষয়টি নিশ্চিত করে,সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার,আ ন ম ইমরান খাঁন জানান,

কৃষকদের ফসলি জমি মাটি কাটা বন্ধের জন্য বাঁধা দেয়ায় এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত নেয়া হবে আইনগত ব্যবস্থা।