আধুনিক শিক্ষার সর্বোচ্চ মর্যাদা ও দক্ষতা অর্জনে কম্পিউটার সহ সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি অস্ট্রেলিয়া প্রবাসী সাইদুর রহমান মহসিন 

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
Sangbad52

আধুনিক শিক্ষার সর্বোচ্চ মর্যাদা ও দক্ষতা অর্জনে কম্পিউটার সহ সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি অস্ট্রেলিয়া প্রবাসী সাইদুর রহমান মহসিন 

মুকবুল হোসেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়ন মিজানুর রহমান চৌধুরী বিদ্যানিকেতন প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধা পুরস্কার ও সাংস্কৃতিক ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠান কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের মধ্যে নানা প্রকারের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি অস্ট্রেলিয়া প্রবাসী সাইদুর রহমান মহসিন বক্তব্যে বলেন আধুনিক শিক্ষায় সর্বোচ্চ মর্যাদা ও মানসম্মত শিক্ষা অর্জনে মিজানুর রহমান চৌধুরী বিদ্যানিকেতন শিক্ষার্থীদের কে কম্পিউটার সর্বহরাহ সহ সকল রকমের সার্বিক সহযোগিতা দেয়া হবে। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ২৪ বছর সুনামের সাথে মিজানুর রহমান চৌধুরী বিদ্যানিকেতনের শিক্ষা কার্যক্রম চলছে। বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতি বছর নিয়মিত ভাবে বড় পরিসরে করার আহ্বান রাখেন বিদ্যালয়ের কর্তৃপক্ষর নিকট।

 মিজানুর রহমান বিদ্যানিকেতন সভাপতি এডভোকেট মোঃ খায়ের আলমগীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও অস্ট্রেলিয়া প্রবাসী সমাজসেবক সাইদুর রহমান মহসিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সরদার আব্দুল কাইয়ুম, বাউসিয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এবাদুল হক, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাসান পাঠান, সাবেক অধ্যক্ষ আক্কাস আলী মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।