দীর্ঘ ২৩ দিন পর পাওয়া গেলো নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
Sangbad52

দীর্ঘ ২৩ দিন পর পাওয়া গেলো নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

 মোঃ সাখাওয়াত হোসেন মানিক মুন্সীগঞ্জ দীর্ঘ ২৩ দিন পর পাওয়া গেলো নিখোঁজ শিক্ষার্থী রোমানের মরদেহ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নেন ছয়গাও গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে হত্যা কান্ডের সাথে জড়িতের অভিযোগে অভিযুক্তের পাটাতন বসতঘরের নিচের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে মরদেহটি।  

স্থানীয়রা জানান, সকালে পঁচা দূর্গন্ধ ছড়িয়ে পরলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খোজাখুজি পরে একটি মরদেহ দেখতে পায়। সেই মরদেহ নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী রোমান শেখ (১৫) এর বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে । পরে পুলিশ এসে দুপুর সাড়ে ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করে।  

উদ্ধার হওয়ার মরদেহটি পাশ্ববর্তী সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের থৈর গাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী রোমান শেখ। সে গত ২৩'দিন যাবত নিখোঁজ ছিলেন। 

 

উল্লেখ গত ২১শে জানুয়ারি মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নেয়া হয় নিখোঁজ রোমান শেখকে। পরে ২৩ দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি মামলা হয়।

মুন্সীগঞ্জ সহকারী পুলিশ সুপার (সিরাদিখান সার্কেল) ইমরান খান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে