নয়ামিয়ার ঘাট শিমুলবাড়ীয়ার ব্রীজ সম্পূর্ণ হলেও রাস্তার যাতায়াত অবস্থা অস্বাভাবিক বিপাকে এলাকাবাসী

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ০৭ ফেব্রুয়ারী, ২০২৫
Sangbad52

নয়ামিয়ার ঘাট শিমুলবাড়ীয়ার ব্রীজ সম্পূর্ণ হলেও রাস্তার যাতায়াত অবস্থা অস্বাভাবিক বিপাকে এলাকাবাসী

 

গাইবান্ধা প্রতিনিধি ঃ 

 

সাঘাটা উপজেলাধীন বলিয়ারবের জিপিএস হতে কামালের পাড়া ফলিয়া পাঁকা রাস্তায় ৯০.০০ মিটার গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ৮৫% সম্পুর্ন হলেও জনযোগাযোগ অস্বাভাবিক অবস্থা। চলাচলে বিপাকে ০৯ নং কামালের পাড়া ইউনিয়নবাসীসহ সাঘাটা ও সোনাতলা উপজেলার জনসাধারন। ৯নং কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়া দিগর বটতলা বাজার দিয়ে পাঁচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে শিমুলবাড়ীয়া নদীর ঘাটের রাস্তাটি,যাহা মেলান্দহ সেতু দিয়ে সোনাতলা হয়ে সরাসরি মোকামতলা ও ঢাকা হাইওয়ের সাথে সম্পৃক্ত। বলিয়ারবের জিপিএস হতে কামালের পাড়া ফলিয়া পাঁকা রাস্তায় ৯০.০০ মিটার গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ৮৫% সম্পুর্ন হয়েছে বলে জানিয়েছেন সাঘাটা উপজেলা প্রকৌশলী নয়ন রায়। ৯০.০০ মিটার গার্ডার ব্রীজ নির্মাণ প্রাকল্পিত মূল্য : ৬,৩২,৭৪,৭৭০.০০/=(ছয় কোটি বত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার সাতশত সত্তর টাকা। কাজের অগ্রগতি সম্পর্কে সাঘাটা উপজেলা প্রকৌশলী নয়ন রায় বলেন ৮৫% কাজ সম্পূর্ণ হয়েছে যার ব্যয় হয়েছে ৫,৩৭,৮৩,৫৫৪/=(পাঁচ কোটি সায়ত্রিশ লক্ষ তিরাশি হাজার পাঁচশত চুয়ান্ন টাকার) কাজ সম্পূর্ন হয়েছে বলে জানিয়েছেন। সরকারি রাজস্ব হতে এতো টাকা ব্যয় করে জনসাধারনের সুবিধার কথা ভেবে ব্রীজের কাজ দ্রত সমাপ্ত করলেও এখনো দু পার্শ্বে

রাস্তার সাথে ব্রীজের যোগাযোগ বেহালদশা। ব্রীজের রাস্তাটি যাতায়াত যোগাযোগ সম্পূর্ণ না হওয়ায় পাঁচপুর,বলিয়ারবের,শিমুলবাড়ীয়া,পাকুরতলা,ফলিয়া দিগর,চরপাড়া,কৈচড়া,বিশুরপাড়া,উদগাড়ী গ্রামবাসী যাতায়াত সমস্যার মধ্য দিয়ে অতি কষ্ঠে প্রায় ৭.০০ কি:মি: রাস্তা ঘুরিয়ে সোনাতলা ,জুমারবাড়ী যাতায়াত করতেছে। এই ব্রীজের রাস্তাটি সম্পূর্ণ হলে এলাকাবাসীসহ জনসাধারণের যাতায়াত ভোগান্তি দুর হবে এবং এলাকাবাসী আর্থিক আয়ের জন্য মালামাল সামগ্রী রপ্তানী করতে সুবিধা পাবে।এলাকাবাসীর চাওয়া অতিদ্রত যাতায়াত ব্যবস্থা যাহাতে স্বাভাবিক হয় এবং জনযোগাযোগ দুর্ভোগ হতে তাহারা রক্ষা পায়।