ইসলামপুরে মাহমুদিয়া তাহফিজুল কোরআনী নূরানী মাদ্রাসার ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল-

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ০৭ ফেব্রুয়ারী, ২০২৫
Sangbad52

ইসলামপুরে মাহমুদিয়া তাহফিজুল কোরআনী নূরানী মাদ্রাসার ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল-

 

মোঃ কুতুব উদ্দিন 

ঢাকা

 

কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর এর ইসলামপুর গ্রামে ইসলামপুর মাহমুদিয়া তাহফিজুল কোরআনী নূরানী মাদ্রাসার ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল প্রতি বছরের ন্যায় এই বছরেও বিভিন্ন খ্যাতিমান আলোকিত ওয়াজীনে কেরামগন অতিথি হয়ে উপস্থিত হন উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে।

 

আল্লামা মুফতি হিফজুর রহমান দাঃবাঃ

মুফতি মাহমুদুল হাসার বাশার 

আলহাজ্ব মাওলানা আবু হানিফ নেছারী, মুফতি নাঈমুল হক, মুফতি তাকি উদ্দিন, আরও অন্যান্য ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন। সার্বিক তত্তাবধানে আলহাজ্ব মাওলানা আব্দুর রাজ্জাক ওয়াজ ও দোয়ার মাহফিল পরিচালনা করেন। অসংখ্য ধর্মপ্রান মুছুল্লি অধির আগ্রহে নিয়ে বসে ধর্ম ও ইসলামের আলোচনা শোনেন।