দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্হতা কামনায়, তারেক জিয়ার নির্দেশে, গজারিয়া মুন্সিগঞ্জ

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৫
Sangbad52

 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্হতা কামনায়, তারেক জিয়ার নির্দেশে, গজারিয়া মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ দুলাল সরকার মুন্সীগঞ্জ-৩ আসনের মাটি ও মানুষের নন্দিত জননেতা, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক #আলহাজ্ব_মোঃ_মহিউদ্দিন_আহমেদসাহেবের নিজস্ব অধ্যায়নে।  

গজারিয়া ইউনিয়ন সাহেব বাড়ীতে শীত বস্ত্র বিতরণ।  

প্রধান অতিথি - জনাব সৈয়দ সিদ্দিকউল্লাহ ফরিদ, আহ্বায়ক, গজারিয়া উপজেলা বিএনপি, 

প্রধান বক্তা - জনাব হাজী মোঃআহসান উল্লাহ , সাবেক ৩ বারের সফল চেয়ারম্যান, গজারিয়া ইউনিয়ন পরিষদ, 

এসময় উপস্থিত ছিলেন , স্বপন সরকার -সাধারণ সম্পাদক গজারিয়া ইউনিয়ন বিএনপি, 

 উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক নাসির ভুলু মুন্সী,

উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক হারুন সরদার, নজরুল বেপারী, রবিউল প্রধান মুগদা থানা বিএনপি , উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ জেহাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আব্দুল্লাহ মামুন বাবু, যুবনেতা খোকন কাজী,মুজিবর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফয়সাল মুন্না সহ অন্যান্য অন্যান্য নেতৃবৃন্দ,,,,