৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা - ২৫
কলারোয়া জোন পর্যায়ের খেলা উদ্বোধনঃ-
মোঃ আবু রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি
আজ সোমবার ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২৫ এর কলারোয়া জোন পর্যায়ের খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, এ সময় উপস্থিত ছিলেন কাজীরহাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল হক,সহকারী শিক্ষক জামিলা খাতুন, মাহফুজা খানম, আঃ গফুর, আঃ মান্নান, শেখ সেলিম, মোঃ শফিকুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিন। কলারোয়া জোনে ১৮ টি হাইস্কুল ও মাদ্রাসার ছাত্র - ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন বলেন, ক্রীড়াই পারে নতুন প্রজন্ম গড়তে আর নতুন প্রজন্ম দেশ ও জাতি গঠনে অগ্রনি সৈনিক। সেজন্য খেলার কোন বিকল্প নেই। আগামী ২৯ ও ৩০ তারিখে ক্রিকেট, ভলিবল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।